আলাপ:কাশফুল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জলজ উদ্ভিদ[সম্পাদনা]

কাশফুল কি জলজ উদ্ভিদ? নিবন্ধের এই তথ্যের কোন তথ্য উৎস দেয়া নাই। কেউ কি নিশ্চিত করবেন? --মামুন (আলাপ) ১০:৫৬, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আশা করি নিবন্ধকার এই বিষয়টি সম্পর্কে জানাবেন; প্রয়োজনীয় ট্যাগ যুক্ত করা হলো। - Ashiq Shawon (আলাপ) ১৮:৩২, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কাশফুল জলজ উদ্ভিদ নয়; তবে ঘাস জাতীয় জলজ উদ্ভিদ[সম্পাদনা]

প্রিয় মামুন ভাই, আমি তো তথ্যসূত্র দিয়েছি। আপনি কি আমার দেয়া তথ্যসূত্র যাচাই করে দেখেন নি? দৈনিক যুগান্তর পত্রিকার ২৭ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে প্রকাশিত 'স্নিগ্ধ শরতের শুভ্র কাশফুল' নামের নিবন্ধের নিচে শেষের দুটি লাইনে বলা হয়েছে - এরা ঘাস জাতীয় জলজ উদ্ভিদ। এছাড়াও আপনি চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ওয়েবসাইট www.pojf.org - এ ঢুকে publication মেনুর newspaper অপশনে ক্লিক করলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই লেখাটি পাবেন। আশা করি আপনার সংশয় দূর হবে।আদিব (আলাপ) ২২:১৮, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]