আলাপ:কলকাতার সুউচ্চ ভবনসমূহের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ভারত (মূল্যায়ন - মান নিম্ন, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ভারতের অংশ, যা উইকিপিডিয়ায় ভারত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী নিম্ন-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নিবন্ধের সঠিক শিরোনাম - ব্যাকরণগত শুদ্ধতা আবশ্যক[সম্পাদনা]

নিবন্ধের সঠিক শিরোনাম বিষয়ে নানা মুনির নানা মত থাকতেই পারে৤ তবে বানান বা ব্যাকরণগত ভুল পরিহার করা সহজ, করা উচিৎ৤ যেমন এই নিবন্ধের শিরোনাম শুরুতে রাখা হয়েছিল কলকাতার সবচেয়ে লম্বা ভবনগুলোর তালিকা৤ এটি শব্দার্থগতভাবে গ্রহণযোগ্য ছিল না বলে নতুন নাম করা হলো কলকাতার অত্যুচ্চ ভবনগুলোর তালিকা৤ এই শিরোনাম নিয়ে কোন সমস্যা ছিল না কারণ (ক) এটি নিবন্ধের বিষয়কে সঠিকভাবে প্রতিফলন করে, (খ) বানান ভুল ছিল না, (গ) ব্যাকরণগত কোন ভুল ছিল না, (ঘ) শব্দার্থগত সমস্যা ছিল না৤ তথাপি শিরোনাম আরেকদফা পাল্টানো হলো: নতুন শিরোনাম করা হলো কলকাতার উচ্চতম ভবনসমূহের তালিকা এখন সমস্যা হলো বাঙলা ব্যাকরণে উচ্চতম শব্দটি ‘উচ্চ’ শব্দটির সুপারলেটিভ: ‘উচ্চ’ < ‘উচ্চতর’ < ‘উচ্চতম’৤ উচ্চতম মানে একটিমাত্র ভবন যা অন্য সকল ভবন থেকে উচ্চতর৤ লক্ষ্য করুন: এই নিবন্ধে অতি উচ্চ ভবনসমূহের তলিকা দেয়া হয়েছে, উচ্চতম এক বা দুটি ভবনের নয়৤ তাই কলকাতার উচ্চতম ভবনসমূহের তালিকা শিরোনামটি ব্যকরণগতভাবে গ্রহণযোগ্য নয়৤ অনুগ্রহকরে ভেবে দেখবেন৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:১৯, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি মূলত এই নিবন্ধের মত অন্য "ভবনসমূহের তালিকা" নিবন্ধের সাথে নামের মিল রাখাতেই পরিবর্তন করেছিলাম। আর আমি অত্যুচ্চ দিতে চাচ্ছি না, সাধারণ লেখাগুলিতে এটি খুব একটা ব্যবহার করা হয়না। দেখুনতো এটির মধ্যে ব্যাকরণগত কোন ভুল আছে কিনা - "কলকাতার উচ্চ ভবনসমূহের তালিকা" অথবা "কলকাতার উঁচু ভবনসমূহের তালিকা" @Faizul Latif Chowdhury। যদি না থাকে তাহলে আমি এটিসহ বাকি ৪টি নিবন্ধের শিরোনাম স্থানান্তর করে দিব। -- আফতাব (আলাপ) ১৫:০২, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক, ভবনের ক্ষেত্রে অত্যুচ্চ শব্দটি কম ব্যবহৃত হয়েছে, যা হয়েছে তা মিনার ইত্যাদির ক্ষেত্রে৤ অট্টালিকা বা ভবনের ক্ষেত্রে অত্যুচ্চ শব্দটি কম ব্যবহৃত হয়েছে তার কারণ এতকাল অত্যুচ্চ অট্টালিকা বা ভবন ভারতবর্ষে ছিল না, কুড়ি বছর আগেও খুব-একটা ছিল না৤ যাহোক, "কলকাতার উচ্চ ভবনসমূহের তালিকা" অথবা "কলকাতার উঁচু ভবনসমূহের তালিকা" নির্ভুল, যদিও তাতে উদ্দীষ্ট ব্যঞ্জনা থাকছে না৤ সুউচ্চ কি ব্যবহার করা যাবে? গেলে ভালো৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:৩৬, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]