আলাপ:করাচি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ নাম[সম্পাদনা]

@Zaheen ও @আফতাবুজ্জামান এই নিবন্ধ নাম করাচী না হয়ে করাচি করা দরকার বলে মনে করছি। কেননা করাচি বেশি প্রচলিত। --  কুউ পুলক  ০৬:০১, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক  সমর্থন। জ্বি করা যেতে পারে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৬:৫১, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৮, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক আমার আপাতত তেমন কোনও সমস্যা নেই। তবে করাচী নামটারও উল্লেখ থাকলে ভাল। যেকোনও বিদেশী নাম থেকে দীর্ঘ ঈ বর্জনের যে নীতি ধীরে ধীরে চালু হয়েছে, করাচি বানান সম্ভবত সেই ব্যাপারটার একটি প্রতিফলন। একই রকম আরেকটি উদাহরণ হল "চীন"। সেটাকে "চিন" করলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে টেকসই, নির্ভরযোগ্য ও সুসমঞ্জস সমাধান হল উর্দু নামের বাংলা প্রতিবর্ণীকরণের নির্দেশনা তৈরি করা ও সেগুলি মেনে চলা (দরকার হলে ব্যতিক্রমগুলি চিহ্নিত করে রাখা)। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৫, ১৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]