আলাপ:কমলা ভট্টাচার্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Ashiq Shawon: বইয়ের নামটি এমনিতেই বাংলা। ফলে শিরোনামে সাথে বাংলিশ (Assame Bhasha Andolan O Bangali Prasanga 1947-1961) লাগানোর প্রয়োজন ছিল না। আর সেই সাথে তাঁর উপরের বইয়ের |publisher=A. K. DAS MEMORIAL TRUST |page= |accessdate=: 2 December 2017 |location=Silchar-5, ASSAM}} অংশটুকু বাংলা করে দেয়া উচিত ছিল। --আফতাব (আলাপ) ১৫:৩০, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman:, যেভাবে গুগল থেকে রিট্রাইভ করা হয়েছে ঠিক সেভাবেই দিয়েছিলাম - বাংলিশটা ওখানেই আছে! পরেরটি ইংরেজি ভাষায় প্রকাশিত একটি রিপোর্ট যেটি পুরোটাই ইংরেজীতে আছে প্রকাশনি ও প্রকাশকের পূর্ণ-বিবরণসহ। প্রকাশিত যেকোন ম্যাটারিয়াল্স - হুবহু সেই ভাষাতেই রাখার পক্ষে আমি। - Ashiq Shawon (আলাপ) ১৬:২২, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Ashiq Shawon: বুঝলাম আপনি যে সরঞ্জাম দিয়ে সংগ্রহ করেছেন তা বাংলিশ দিয়েছে কিন্তু আপনার উচিত ছিল বাংলিশটা সরিয়ে দেয়া, নাকি। দ্বিতীয়ত, আপনার হুবহু সেই ভাষাতেই রাখার পক্ষে সঠিক নয়, অন্তত উইকির নিয়ম তা নয় (আমি আপনার ব্যক্তিগত পছন্দ নিয়ে তর্কে যাব না, আমি শুধু উইকির নিয়ম বলছি)। নিয়ম হল "শিরোনাম" বাদে বাকী সব অনুবাদ করা, এমনকি শিরোনাম বাংলা ভাষার না হলে সম্ভব হলে তাও অনুবাদ করে দেয়া (|title=-এর পাশে |trans-title= প্যারামিটার যোগের মাধ্যমে), সেইসাথে তথ্যসূত্র বাংলা ভাষা ব্যতীত অন্যকোন ভাষার হলে তাও উল্লেখ করে দেয়া |language= যোগের মাধ্যমে। দুঃখজনক হলেও আমরা সময়ের অভাবে/"অনুবাদ করার সময় পাই না আবার তথ্যসূত্র অনুবাদ" অযুহাত দেখিয়ে/অলসতার কারণে এগুলির কিছুই করি না। --আফতাব (আলাপ) ১৬:৫০, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
শেষাংশের সাথে সহমত। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৭, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]