আলাপ:ওয়েন রুনি/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Foysalur Rahman Shuvo (আলাপ · অবদান) ১৭:৩১, ১৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Foysalur Rahman Shuvo, Waraka Saki ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ১৫:৩০, ১১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনার অগ্রগতি[সম্পাদনা]

প্রিয় Waraka Saki, Foysalur Rahman Shuvo, Nokib Sarkar
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১২:২৫, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

প্রথমেই দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, হয়তো কোনো এক কারণে উক্ত পর্যালোচনা আমার দৃষ্টিগোচর হয়েছিলো, Waraka Saki ভাই সবসময় ভালো অনুবাদ করে থাকেন। কিন্তু ভালো নিবন্ধের জন্য বরাবরের মতো আমি দুইটি বিষয়ের উপর গুরুত্ব দিবো।

  • অনুবাদ খুবই প্রসন্নসূচক হয়েছে, অর্থাৎ লেখাগুলো অর্থবোধক হয়েছে যা পাঠককে পড়তে সুবিধা দেবে।
  • কিন্তু নিবন্ধ তৈরির পর বরাবরের মতো নিবন্ধকার হালনাগাদ করতে ভুলে গেছেন, যার পরিপেক্ষিতে নিবন্ধে মেয়াদউত্তীর্ণ ট্যাগ পড়েছে, তাই নিবন্ধকারকে বরাবরের মতো হালনাগাদের জন্য ৭ দিন সময় ধার্য করে দেওয়া হলো, এরপর নিবন্ধের পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হবে।- এফ আর শুভ(বার্তা দিন) ১৩:১৩, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
শুভ ভাই, আমার বোধহয় ফলাফল (আপাতত অনুত্তীর্ণ) ঘোষণা করে দেয়া উচিত।নকীব সরকার বলুন... ০৮:২৮, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]