আলাপ:ওয়ানফুটবল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্প্রসারণ[সম্পাদনা]

চ্যাম্পিয়ন স্টার ১, এভাবে শুধুমাত্র ভূমিকাংশে দুই-তিন লাইন যোগ করে কোন নিবন্ধ ফেলে রাখবেন না। এই নিবন্ধ সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বাক্য যুক্ত করে নিবন্ধটি সম্প্রসারণ করুন। এই নিবন্ধ সংশ্লিষ্ট উল্লেখযোগ্য তথ্যের জন্য ইন্টারনেটে অনুসন্ধান করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য ভাষায় বিদ্যমান ওয়ানফুটবল-এর তথ্য ব্যবহার করে নিবন্ধটি সম্প্রসারণ করতে পারেন। – Waraka Saki (আলাপ) ০৯:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ওটা আজকে করতাম, কাল আর সময় পাইনি, ক্ষমা করবেন চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে ক্ষমার কোন বিষয় নেই। উইকিপিডিয়ায় আপনি নবাগত বলে আমি আপনাকে নিবন্ধ সম্প্রসারণ বিষয়ে শুধুমাত্র একটি পরামর্শ দিয়েছি, যেন আপনি এভাবে দুই-তিন লাইন যোগ করে নিবন্ধ ফেলে না রাখেন। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে আরেকটি পরামর্শ হচ্ছে: নিবন্ধ তৈরির সময় নিবন্ধের শুরুতে {{কাজ চলছে}} সংযুক্ত করে রাখবেন, যতক্ষণ আপনি নিবন্ধটি সম্প্রসারণ সম্পন্ন করেছেন না; তবে এই টেমপ্লেটটি সপ্তাহখানেক যুক্ত করে রাখবেন না, অর্থাৎ এরপূর্বেই আপনি নিবন্ধ সম্প্রসারণের কাজ সম্পন্ন করে ফেলবেন। – Waraka Saki (আলাপ) ১০:০১, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা :) চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১০:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]