আলাপ:ওভালটিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হালনাগাদ করুন[সম্পাদনা]

@মোঃ আসিমুজ্জামান ভাই আপনি ওভালটিন নিবন্ধটি পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। নিবন্ধটি পর্যালোচনা চলছে, নিবন্ধটিতে আপনি ইতিহাস পাতাটিতে একটি ছবি যোগ করেননি আপনি পুরো নিবন্ধটি ইংরেজি উইকি থেকে দেখে দেখে পুনরায় সম্পাদনা করে অনুবাদকে আরো বোধগম্য করে তুলুন ধন্যবাদ। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৪:০৩, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ @Abazizfahad ভাই। আমি ইংরেজি উইকিটি দেখলাম। আপনি যেই ছবির কথা বা যেসব পরিবর্তনের কথা বলছেন সেগুলো ইংরেজি উইকি তে সম্পাদনা করা হয়েছে ৫ এপ্রিল ২০২২ তারিখে। আমি অমর একুশে প্রতিযোগিতায় নিবন্ধ জমা দিয়েছি ৩১ মার্চ ২০২২-এ। তাই স্বাভাবিকভাবেই নতুন পরিবর্তন গুলো আমার করা বাংলা অনুবাদে ছিলোনা। তারপরও, আমি নতুন পরিবর্তন গুলো বাংলা অনুবাদে যুক্ত করে দিচ্ছি আজকে। -- মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১১:১১, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আঃ আজিজ ফাহাদ ভাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি পাতাটি নিয়ে কাজ করছি। --মোঃ আসিমুজ্জামান (আলাপ) ০৯:৩২, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোঃ আসিমুজ্জামান আপনি যদি নিবন্ধটির যথাযথ মানোন্নয়ন সম্পন্ন করতে পারেন তাহলে অবশ্যই নিবন্ধটি গৃহীত হবে। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১১:৩২, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Abazizfahad নিবন্ধনটিতে ছবি ও তথ্য দিয়ে আরও সম্প্রসারণ করেছি। আরও কোন প্রস্তাবনা থাকলে জানাবেন। ধন্যবাদ। -- মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১১:৫১, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মোঃ আসিমুজ্জামান আপনার কাজের জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ইংরেজি নিবন্ধ হতে দেখে দেখে উইকিপাতা সংযোগ করুন। এক্ষেত্রে কিছু কিছু পাতা বাংলা উইকিতে না থাকলেও সমস্যা নেই সেগুলো লাল বর্ণ দেখাবে আর যেগুলো আছে সেগুলো নীল। আমি আপনার নিবন্ধটি পর্যালোচনা করছি। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৩:৫৪, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Abazizfahad ধন্যবাদ আপনার মতামতের জন্য। যেগুলো পাতা বাংলা উইকি তে নাই সেগুলো ও লাল রঙে উদ্ধৃত করেছি। অনাকাঙ্ক্ষিত বৈশ্বিক আইপি ব্লকেজের কারণে ৩ দিন সম্পাদনা করতে পারিনি। ধন্যবাদ। -- মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৭:৫০, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]