আলাপ:এশিয়াটিক সোসাইটি (কলকাতা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এশিয়াটিক সোসাইটি পৃথিবীর অনেক দেশেই আছে। তাই নিবন্ধটি গ্লোবাল ভিউ থেকে লিখুন। আর ভারতের এশিয়াটিক সোসাইটি সম্পর্কে লিখলে তার নাম দিয়ে নিবন্ধ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধে অসংলগ্নতা[সম্পাদনা]

নিবন্ধটি কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি সংগঠন সম্পর্কিত না কি এ সংগঠন কর্তৃক ব্যবহৃত ভবন সংক্রান্ত? নিবন্ধটির শিরোনামের সাথে এর বিষয়টি বেশ অসংলগ্ন। অনুরোধ করবো অচিরেই নিবন্ধের এই অসংলগ্নতা দূর করতে। নতুবা অসংলগ্নতার কারনে নিবন্ধটি মুছে ফেলা হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩১, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

যত শীঘ্র সম্ভব নিবন্ধটি পরিষ্করণে হাত দিচ্ছি। তাই আপাতত মুছে না ফেলার অনুরোধ জানানো হচ্ছে। --অর্ণব দত্ত (talk) ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাইয়ের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে জানাই এই নিবন্ধটি একই সঙ্গে এশিয়াটিক সোসাইটি ভবন (বর্তমানে দুটি ভবন রয়েছে), গ্রন্থাগার ও জাদুঘর সম্বলিত সমগ্র সংগঠনটি সম্পর্কিত হওয়া উচিত। --অর্ণব দত্ত (talk) ০৬:৩৩, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটি হওয়া উচিত সংগঠনটি নিয়ে। এর প্রতিষ্ঠা, ইতিহাস, কার্যক্রম ইত্যাদি। যদি এর ব্যবহৃত ভবনটি উল্লেখযোগ্য হয়ে থাকে তাহলে এর ভবনটি নিয়ে একটি অনুচ্ছেদ থাকতে পারে। কিন্তু নিবন্ধটি প্রধানত হওয়া উচিত সংগঠনটি সম্পর্কিত। ভবন সম্পর্কিত নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
একমত। আমি সেটিই বোঝাতে চেয়েছি। সংগঠনটিই প্রধান। --অর্ণব দত্ত (talk) ০৯:৫২, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]