আলাপ:এম এ ওয়াজেদ মিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একীকরণ[সম্পাদনা]

একটু ভুল হয়ে গেছে ওয়াজেদ আলী মিয়া নামে যে একটি নিবন্ধ আছে জানলে আমি নতুন নামে (যদিও এম এ ওয়াজেদ মিয়া নামটি সঠিক) এই নিবন্ধ দিতাম না হয়ত রিডিইরেক্ট করে দিতাম। কিন্তু নিবন্ধটি তৈরির আগে আমি গুগল, ইংরেজী উইকিতে খোজ নিয়েছি সঠিক নামের(এম এ ওয়াজেদ মিয়া) এই নিবন্ধটি পায় নি। এই নামে পাতা তৈরীর আইডিয়া আসে শেখ হাসিনা এবং রংপুর জেলা পাতা দুইটিতে লাল চিহ্নিত এম এ ওয়াজেদ মিয়া লেখা দেখে। এই পেজ দুটি একত্রীকরন করা উচিত।--মনিরুজ্জামান (আলাপ) ০৮:১৮, ১ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো কথা, তিনি কোন নামে প্রচলিত? — তানভিরআলাপ০৯:৫৫, ১ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া নামেই পরিচিত। কেউ কেউ তাকে ওয়াজেদ আলী মিয়া ও বলে থাকেন। কিন্তু তার পারিবারিক নাম বা দাপ্তরিক নামের কোথাও আলী শব্দটি নেই। তাই আমার মনে হয় এম এ ওয়াজেদ মিয়া নামেই নিবন্ধ থাকা যক্তিযুক্ত। --মনিরুজ্জামান (আলাপ) ১১:১৭, ২ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

একীকরন বলতে আসলে কি বোঝায় আমি ঠিক বুঝি না। তবে আমার মনে হয়েছে রিডাইরেক্ট করলে সমস্যার সমাধান হয়। তাই করলাম। তবে চিন্তার কারন নাই তা করার আগে ওয়াজেদ আলী মিয়া পাতা থেকে সকল তথ্য নিয়েছি এবং এই নিবন্ধে যোগ করেছি। তারপরও ঠিক করলাম কিনা বুঝতে পারছি না। মতামত চাইছি।--মনিরুজ্জামান (আলাপ) ১২:২২, ২ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম: এম এ এবং এম. এ.[সম্পাদনা]

এই ব্যক্তির নামে সম্ভবত এম এ এর স্থলে এম. এ. (ডট যুক্ত) হবে।

সূত্র: ওয়াজেদ মিয়ার লেখা বই-বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ

আবার বাংলাপিডিয়ায় এই ব্যক্তির নামে এম. এ লেখা হয়েছে।

তাছাড়া নাম সংক্ষেপে লেখার নিয়মানুযায়ী অক্ষরের পরে ডট ব্যবহার করতে হয়।

যদিও ইন্টারনেটে সার্চ করলে বেশিরভাগ জায়গায় এম এ পাওয়া যায়। কিন্তু ইন্টারনেটের এই সব নিবন্ধের বেশিরভাগই উইকিপিডিয়ার থেকে কপি করে।

আফতাবুজ্জামান ভাই, এটা একটু দেখেন। Md. Haseeb Afeef (আলাপ) ০৯:৩৪, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]