আলাপ:এমোক্সিসিলিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এমোক্সিসিলিন সম্পর্কে[সম্পাদনা]

বিষয়শ্রেনী যোগ করা হয়েছে কিনা দয়া করে দেখুন। উক্ত প্রবন্ধটি মানে এমোক্সিসিলিন ঔষধ প্রবন্ধটি ইংরেজী প্রবন্ধের আদলে অনুবাদ করা হয়েছে। কিন্তু, ইংরেজীতে প্রবন্ধটির ঔষধের মালিকানাভুক্ত নামাবলী যুক্তরাষ্ট্র, কিছু যুক্তরাজ্যের ঔষধ কোম্পানিসমূহের। প্রথমত, এখানে বাংলাদেশের স্বনামধন্য ও আন্তর্জাতিক কয়েকটা কোম্পানির নাম ও সম্পর্কিত ঔষধের বাজারজাতকৃত নামোল্লেখ করা হয়েছে। তবে দুটিরই (দেশীয় ও বিদেশী ঔষধের) নামসমূহ সহাবস্থানে রাখা যুক্তি-যুক্ত কিনা? তা জানি না। যদি তা যুক্ত করা যায় তাহলে, পশ্চিমবঙ্গের বাঙ্গালীরাও যে ঔষধ গ্রহণ করে তার নামও উল্লেখ করা উচিত। আর আন্তর্জাতিক ছাড়া কোন্‌ কোন্‌ দেশীয় কোম্পানির নামসমূহ ও তাদের প্রিপারেশন যুক্ত করা যাবে তাও সঠিক জানা নেই। বস্তুত, দেশীয় বড় বড় কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। মানসম্মত ঔষধ হিসেবে দেশীয় কোম্পানির নাম কিভাবে মূল্যায়ন করা যায় তার কোনো সঠিক নির্দেশনাও নেই? দ্বিতীয়ত,ঔষধের আইইউপিএসি'র গাঠনিক নামকরণ/নোমেনক্লেচারের জন্য সাঙ্কেতিক নামগুলো ইংরেজীতে রাখা যাবে কিনা তা জানা নেই। নাকি বাংলা করতে হবে তা নির্দিষ্ট বুঝা যাচ্ছে না। যেমন N-(4-hydroxyphenyl)acetamide না লিখে বাংলায় লিখলে এন-(৪-হাইড্রক্সিফিনাইল)এসিটামাইড লেখা যাবে কি? বা সংকেতের ক্ষেত্রে C8H9NO2 না লিখে সিএইচএনও লিখার ক্ষেত্রে কোন্‌টির প্রেফারেঞ্ছ বেশি? (ইনফোবক্স দ্রষ্টব্য)। তৃতীয়ত, আইএসবিএন নম্বরকৃত বইয়ের নাম পদটিকা নাকি তথসূত্র নাকি আরো দেখুন অংশে সংযুক্ত করা হয়? ও কীভাবে? অন্য কোন বাধা ধরা নিয়মাবলী থাকলে তা কেউ একজন জানালে বাধিত থাকব। চতুর্থত,কোনো অফিসিয়াল সাইটের উদ্ধৃতি দ্বারা ঔষধের কোনো তথ্য ও ছবি যুক্ত করা যাবে কি? যদি যায় কীভাবে?--Sabuj Barua (আলাপ) ০১:২১, ৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

এমন সুন্দর নিবন্ধের জন্য ধন্যবাদ।
    • ঔষধের বানিজ্যিক নামগুলি আপনি সকল দেশে কিকি নামে প্রচলিত তা লিখতে পারেন। আর আন্তর্জাতিক ছাড়া কোন্‌ কোন্‌ দেশীয় কোম্পানির নামসমূহ ও তাদের প্রিপারেশন যুক্ত করা যাবে তাও সঠিক জানা নেই। আমাদের সকল নীতিমালা এখন আমরা বাংলা অনুবাদ করে ঊঠতে পারিনি। আপনাকে তাই Pharmacology Style guide টি দেখে নেওয়ার অনুরোধ করছি। তবে বহুল প্রচলিত নাকগুলি দেওয়া যেতেই পারে।
    • সংকেতের ক্ষেত্রে আমরা C8H9NO2 এই ভাবেই লিখব। আমরা স্কুলে তো তাই লিখে এসেছি। বাংলাদেশের কথা বলতে পারবো না কিভাবে লেখা হয়ে থাকে।
    • পাদটিকা বা তথ্যসূত্র কিভাবে দেওয়া হয় তার জন্য উইকিপিডিয়া:উৎসনির্দেশ দেখুন।
    • অফিসিয়াল সাইটের উদ্ধৃতি দ্বারা ঔষধের কোনো তথ্যযুক্ত করা যাবে কিন্তু ছবি তাদের কপিরাইট হলে যুক্ত করা যাবে না।
    • ইংরেজি উইকিপিডিয়াতে থাকা ছবি গুলি কমন্স থেকে আপনি যুক্ত করতে পারেন।

আশা করি বোঝাতে পেরেছি। আর কোনো সমস্যা হলে জানাবেন।-- --জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৫০, ৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্ত দা' আপনাকে ধন্যবাদ। তবে আমি ঔষধ কোম্পানিগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে এখনো একটু দিধায় আছি। --Sabuj Barua (আলাপ) ২০:১০, ৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]