আলাপ:উই পোকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যছকে যে ইংরেজি[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: দেখুন তথ্যছকে ইংরেজি বিদ্যমান।  কুউ  পুলক  ০৫:৫২, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: ঠিক করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:০২, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আর সে জন্য আমি এক বিরাট প্রকল্প হাতে নিয়েছি। তার জন্য আপনার সহযোগিতা দরকার। মানে যে কোন সময় যে কোন প্রশ্ন করার অনুমতি দরকার। কাজের ধরণ হবে, যেমন: Geological period এর কয়েকটা পাতা বানাতে হবে (সংক্ষিপ্ত করে বানাব, সম্পূর্ণ পারব না)। তারপর পর্ব থেকে পরিবার/গোত্র পর্যন্ত পাতা তৈরি। আমি গত দুইদিন যাবত জগৎ>পর্ব>শ্রেণী>বর্গ>গোত্র>গণ>প্রজাতি এই সাত ধাপের যে পাতাগুলো বানাতে হবে তার তালিকা (ইংরেজি) একটা ওয়ার্ড ফাইলে নিয়ে নিয়েছি। পাতার সংখ্যা হয়েছে পরিবারের ৫৪৩টি (শুধু কর্ডাটার), বর্গের পাতা কিছু কম হবে। আর্থ্রোপোডা ও অন্যান্যগুলির কাজ চলছে (পরিচিত প্রজাতিগুলো শুধু নিব)। পাতাগুলো তৈরী হয়ে গেলে, সবশেষে ইতিমধ্যে তৈরী পাতাগুলোর তথ্যছক বাংলা রুপান্তর (পরিবার পর্যন্ত) গণ ও প্রজাতি ইংরেজি থেকে যাবে। এটা একটা বিরাট কাজ। এতে সময় লাগবে প্রচুর। আপনি এখন আমাকে বলুন আমার পরিকল্পনায় কি কোন ভুল আছে কিনা। আমি নিজেও জানি না একা এতবড় একটা কাজ শেষ করতে পারব কিনা।  কুউ  পুলক  ০৬:৪৫, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: করুন। আপনি ফাইলটার লেখা আপনার কোন উপপাতায় যোগ করে দিতে পারেন, এতে কোন কিছু ভুল থাকলে ঠিক করে দেয়া যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৬, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ঠিক আছে।  কুউ  পুলক  ১৫:২৯, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]