আলাপ:ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাতার স্থানান্তরণের কারণ[সম্পাদনা]

জার্মান ভাষায় 'Goethe' শব্দটি উচ্চারণ করতে গেলে উচ্চারণটা হয় অনেকটা 'গ্যোটে' বা 'গয়টে'র মতো। বাংলায় শুধুমাত্র 'ো' দিয়ে এই উচ্চারণটি চিহ্নিত করা সম্ভব নয়। তাই আমি Goethe'র নামের সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা লিপ্যান্তরটি অনুসরণ করেই এই পাতার স্থানান্তর ঘটালাম। এই প্রসঙ্গে বাংলা উইকিতেই অপর একটি পাতা গ্যোটে ইনস্টিটিউট নামটিও দ্রষ্টব্য। তবে 'গোটে' ও 'গয়টে' নামদু'টি দিয়ে কেউ খুঁজলেও যাতে এই পাতায় পৌঁছানো যায়, তাও নিশ্চিত করা প্রয়োজন। --Arindam Maitra (আলাপ) ০২:৪০, ৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]