আলাপ:ইয়েস ম্যান (চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যছক বিষয়ে[সম্পাদনা]

@Wiki Nahid NHB: দয়া করে এবার উৎস সম্পাদনায় গিয়ে তথ্যছকে সম্পাদনা করুন। ধন্যবাদ। সাজিদ (আলাপ) ১৪:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, @Sazadsharif:আসলে আমি একটা সমস্যায় রয়েছি; পাতা অনুবাদ থেকে কোন নিবন্ধ অনুবাদ করে প্রকাশ করার পর(যেমনঃপাতা দীর্ঘ হওয়ায় সবটুকু অনুবাদ করা সম্ভব হয়নি)। আবার,পাতা অনুবাদ থেকে সেই নিবন্ধটির বাকি অংশ অনুবাদ করে নিবন্ধটি আবার প্রকাশ করলে নিবন্ধটি কি দুইবার প্রকাশ হয়ে যাবে। Wiki Nahid NHB (আলাপ) ১৪:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Nahid NHB: আপনার ব্যবহারকারী উপপাতায় বাকি অংশ অনুবাদ করে প্রকাশ করতে পারেন —শাকিল হোসেন আলাপ ১৪:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Wiki Nahid NHB: হ্যা দুইবার প্রকাশ হবে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তাহলোঃ নিবন্ধের যতটুকু সম্ভব অনুবাদ করবেন। এক্ষেত্রে যান্ত্রিক অনুবাদ বাদ দিবেন। এছাড়া দেখবেন অনুবাদের বাংলা অংশে সাল,বছর, সময় ইত্যাদি তখনও ইংরেজিতে থাকে। সেগুলো বাংলায় লিখুন।এবার {{কাজ চলছে}} ট্যাগ লাগান। এতে দেখবেন নিবন্ধ প্রকাশে কোনো অসুবিধা হবে না। এটা হলো গিয়া নিনজা টেকনিক😜। এবার নিবন্ধ প্রকাশের পরে ইচ্ছামতো সম্পাদনা করে নিবন্ধের আকার বাড়াতে পারবেন। যেকোনো সাহায্য দরকার হলে অবশ্যই জানাবেন। শুভকামনায়। সাজিদ (আলাপ) ১৪:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি স্থানান্তর[সম্পাদনা]

@ShazidSharif2001 ভাই, তুমি ছবিটা কিভাবে স্থানান্তর করেছ? 😵 Wiki Nahid NHB (আলাপ) ১৫:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Nahid NHB: এই সরঞ্জামটির মাধ্যমে। সাজিদ (আলাপ) ১৫:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif2001:

ভাই, সেখানে টার্গেট ফাইল ঘরে কি দিতে হয়। আসলে আমি গুড উইল হান্টিং নিবন্ধে ছবি ট্রানস্ফারের অনেক চেষ্টা করেছিলাম। কি জানি সমস্যা দেখাতো😵🥴 Wiki Nahid NHB (আলাপ) ১৫:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Nahid NHB: ছবি আমদানি কিছুটা দীর্ঘ প্রক্রিয়া। ধীরে ধীরে শিখে যাবেন। আমি আপাতত নিবন্ধটিতে ছবি যোগ করে দিচ্ছি। সাজিদ (আলাপ) ১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Wiki Nahid NHB: চিত্র আপলোড  করা হয়েছে সাজিদ (আলাপ) ১৫:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, তুমি সেরা☺

Wiki Nahid NHB (আলাপ) ১৫:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]