আলাপ:ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনারা বখতিয়ার খলজির ছবি টা ঠিক দেন নাই ছবিতে একজন বৌদ্ধ ভিক্ষুর ছবি দেওয়া হয়েছে কেন?

বখতিয়ার খলজির ছবি[সম্পাদনা]

বখতিয়ার খলজির ছবিটি সঠিক নয়। এটি আলাউদ্দিন খলজির ছবি।

সমস্যাযুক্ত সম্পাদনা[সম্পাদনা]

@বঙ্গীয় ব্যক্তি: এই সম্পাদনায় আপনি "বাংলা বিজয়" কে সম্পূর্ণ পাল্টে "নদীয়া আক্রমন ও পরাজয়" লিখেছেন, এমনকি কোন তথ্যসূত্রও দেননি। বাংলাপিডিয়ায় শুরুতেই লেখা আছে "বখতিয়ার খলজী ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে নদীয়া জয় করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন"। বাংলাপিডিয়া বাদ দেই, এশিয়াটিক সোসাইটি (কলকাতা) থেকে প্রকাশিত বইতেও লেখা তিনি নদীয়া বিজয় করেছিলেনএনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও একই কথা লেখা। এই জাতীয় সম্পাদনা তো বড় সমস্যাযুক্ত। আমি লেখা পূর্বের অবস্থায় নিলাম। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

"আলামত" শব্দটির ব্যবহার[সম্পাদনা]

'মৃত্যু' নামক headline এ লেখা "তুর্কি সেনাদলের বিধ্বস্ত হওয়ার বিভিন্ন আলামত পাওয়া যায়"। "আলামত" কি বাংলা ভাষা? এবং এর মানেটা কি? Rituraj6868nnun (আলাপ) ১২:৩৭, ২৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Rituraj6868nnun, আলামত শব্দের সংস্কৃত-জাত (তৎসম) বাংলা অর্থ লক্ষণ বা নিদর্শন। আর, এটা চেয়ার-টেবিল-কলমের মতোই বিদেশি ভাষা (এক্ষেত্রে আরবি) থেকে আগত বাংলা শব্দ। ≈ Adkins Samba  «আলাপ» ০৩:০৪, ৩ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Safi Mahfouz (আলাপ · অবদান) ১০:৩৩, ১৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:


প্রধান পাতার অংশ[সম্পাদনা]

ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি একজন তুর্কি-আফগান সেনাপতি ও প্রাথমিক দিল্লি সালতানাতের সেনাপতি ছিলেন এবং তিনিই প্রথম মুসলিম হিসেবে বাংলাবিহার জয় করেছিলেন। তৎকালীন পূর্ব ভারতে তার ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর ইসলামি পণ্ডিতদের দাওয়াতের তৎপরতা সর্বাধিক সাফল্য অর্জন করেছিল এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পূর্ব ভারতীয় অঞ্চলসমূহে সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ভারতে বৌদ্ধ ধর্মকে দুর্বল করার জন্য তাকে দায়ী সাব্যস্ত করা হয়ে থাকে। তিনি প্রথম দিকে সুলতান কুতুবুদ্দিন আইবেকের একজন মন্ত্রী ছিলেন। বখতিয়ার খলজি (মালিক গাজি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি হিসেবেও উল্লিখিত) ছিলেন মুসলিম খলজি উপজাতির একজন সদস্য, যারা ২০০ বছর আগে তুর্কিস্তান থেকে আফগানিস্থানে এসে বসতি স্থাপন করে। মুসলিম খলজি উপজাতি উত্তর-পূর্বের প্রায় সকল দখল-যুদ্ধে যোগদানকারী সেনাবাহিনীর অধিপতিদের কাজে নিযুক্ত ছিল। (বাকি অংশ পড়ুন...) উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪৩• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৩:৩৯, ১৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের সুরক্ষার আবেদন[সম্পাদনা]

@Yahya: ভাই, নিবন্ধে বারবার অগঠনমূলক, পক্ষপাতদুষ্ট ও সূত্রহীন সম্পাদনা করা হচ্ছে। এতে সম্পাদনা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। আর ভালো নিবন্ধ হবার ফলে এটি প্রধান পাতার অংশ, তাই এতে এই অবস্থা চলমান থাকা সমীচীন মনে হচ্ছে না। তাই নিবন্ধটিকে সুরক্ষিত/অর্ধসুরক্ষিত/নিরীক্ষণের আওতাধীন রাখা বা অন্য কোন উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।