আলাপ:আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার আচার্যের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একত্রীকরণের প্রস্তাব[সম্পাদনা]

@Owais Al Qarni এবং আফতাবুজ্জামান: সুধী, একটি নিবন্ধের কোনো অনুচ্ছেদের আকার খুব বেশি বড় হয়ে গেলেই কেবল নতুন নিবন্ধ তৈরির প্রয়োজন পড়ে। বর্তমান নিবন্ধটিতে যা লেখা আছে, তা মূল নিবন্ধে গুছিয়ে লিখলেই হয়ে যাবে। নতুন নিবন্ধ তৈরির প্রয়োজন নেই। — আদিভাইআলাপ০৫:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা নামে একই রকম একটি নিবন্ধ আছে। ইংরেজিতে এরকম অসংখ্য রয়েছে। মূল নিবন্ধগুলো যথেষ্ট বড় হওয়ায়, আলাদা নিবন্ধটি গুরুত্ব বহন করে। এই তালিকাটিও আস্তে আস্তে বড় হয়ে যাবে। - ওয়াইস আলাপ ০৬:২০, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকার "ডেপথ" রয়েছে। কয়েকজন মাত্র উপাচার্যের নাম আলাদা করে লেখার দরকার নেই। ঠিক যে কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের আলাদা তালিকা নেই। মূল নিবন্ধ বড় হওয়া শর্ত নয়। আপনি নটর ডেম কলেজ, ঢাকা#প্রশাসন নিবন্ধটি দেখতে পারেন। — আদিভাইআলাপ০৬:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ইংরেজিতে দেখেন, এরকম অসংখ্য নিবন্ধ রয়েছে। যেমনঃ En:List of vice-chancellors of Sylhet Agricultural University। বাংলাতে আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা। এরকম অসংখ্য আছে। তাই আমার মতে এটা রাখা যায়। - ওয়াইস আলাপ ০৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: আমার মতে, উল্লিখিত দুটো নিবন্ধও রাখার প্রয়োজন নেই। মূল নিবন্ধটিই অসম্পূর্ণ। কেবল অনুচ্ছেদ বড় হয়ে গেলেই (লক্ষ্যণীয়: প্রাসঙ্গিক তথ্যে) আলাদা নিবন্ধ সৃষ্টি করা যেতে পারে এবং মূল নিবন্ধে কেবল এর সারাংশ রক্ষিত হবে। — আদিভাইআলাপ০৭:২২, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
শুধু একটা না, ইংরেজিতে এরকম অসংখ্য নিবন্ধ রয়েছে। আমার মতে, এগুলো মার্জ করার দরকার নাই, এগুলো আস্তে আস্তে এমনিতেই বড় হয়ে যাবে। — Owais Al Qarni (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Owais Al Qarni: আবেগের কথা নয়, নীতিমালা অনুসারেই কাজ করা উচিত। আর ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না। খুঁজলে ব্যতিক্রম অনেক পাওয়া যাবে। তবে উদাহরণ খুঁজলেই বেশি পাবেন৷ ধন্যবাদ। — আদিভাইআলাপ০৮:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]