আলাপ:আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ৩ বছর পূর্বে "আগস্ট ২০২১" অনুচ্ছেদে
এই পাতাটি আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আগস্ট ২০২১
[সম্পাদনা]@Prodipto Deloar: আপনার পুনরায় সম্পাদনাটি বহাল করার কারণ জানতে পারি? তথ্যছকে ইতিমধ্যে একটি অমুক্ত চিত্র (লোগো) ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়টি ব্যবহারের যৌক্তিকতা কী? তাছাড়া এটি মাদ্রাসার কোনো ব্যানার বা লোগো নয়। এটি একটি ওয়েবসাইটের ডিজাইন মাত্র। চিত্রের লাইসেন্সেও ত্রুটি রয়েছে।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৪:৩৯, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni আমি কারো সম্পাদনা বাতিল করিনি, কারো সম্পাদনা পুনর্বহালও করিনি। আমি দেখলাম চিত্রটা ঠিকভাবে বসাতে পারেনি, অনেক বড় দেখাচ্ছে, আমি সেটা সংশোধন করে দিয়েছি শুধু মাত্র। বরং আমি দেখলাম নতুন ব্যবহারকারী Abazizfahad ওয়েবসাইটের লিঙ্ক পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট লিখেছিলো, সেটা আপনি বাতিল করেছেন। আপনি অপ্রয়োজনীয় সম্পাদনা, এটা তেমন কোন ব্যপারই না। সে নতুন, তাকে অবদান রাখার সুযোগ দিন, তার কাজে সাহায্য করে উৎসাহ দিন।
- এক তথ্যছকে দুইটা ছবি থাকতে পারেনা, বিষয়টা ঠিকনা, ইবি নিবন্ধে দেখুন, দুইটা আছে। আর তার চিত্রে সমস্যা থাকলে নতুন হিসাবে তাকে অবহিত করুন, সম্পাদনা বাতিল করার সময় নোট লিখে দিন। -- Prodipto Deloar (আলাপ • অবদান) ১৪:৫৮, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Prodipto Deloar: আমি বলিনি যে এক তথ্যছকে দুটি ছবি থাকতে পারে না। আমি বলেছি, ২টি অমুক্ত ছবি ব্যবহারের যৌক্তিকতা নেই। আর এখানে যে সাইটটি দেওয়া হবে সেটা প্রাতিষ্ঠানিকই হবে, প্রাতিষ্ঠানিক কথাটা বহিঃসংযোগে লিখতে হয়।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:২৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni আপনি আমার সম্পাদনা বাতিল করলেন কেন? সরাসরি চিত্রটি মুছে দিতে পারতেন না? আমি কী কোন তথ্য যুক্ত করেছিলাম?? আমি সংশোধন করেছিলাম! আপনি আমার সম্পাদনা বাতিল করে সেই ভুল তথ্যে নিয়ে গেলেন, তারপরে আপনি সেটা সংশোধন করলেন, তাই নয় কী?? -- Prodipto Deloar (আলাপ • অবদান) ১৫:৩২, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni আমার প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা বন্ধ করতেন। -- Prodipto Deloar (আলাপ • অবদান) ১৬:০৮, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni আপনি আমার সম্পাদনা বাতিল করলেন কেন? সরাসরি চিত্রটি মুছে দিতে পারতেন না? আমি কী কোন তথ্য যুক্ত করেছিলাম?? আমি সংশোধন করেছিলাম! আপনি আমার সম্পাদনা বাতিল করে সেই ভুল তথ্যে নিয়ে গেলেন, তারপরে আপনি সেটা সংশোধন করলেন, তাই নয় কী?? -- Prodipto Deloar (আলাপ • অবদান) ১৫:৩২, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Prodipto Deloar: আমি বলিনি যে এক তথ্যছকে দুটি ছবি থাকতে পারে না। আমি বলেছি, ২টি অমুক্ত ছবি ব্যবহারের যৌক্তিকতা নেই। আর এখানে যে সাইটটি দেওয়া হবে সেটা প্রাতিষ্ঠানিকই হবে, প্রাতিষ্ঠানিক কথাটা বহিঃসংযোগে লিখতে হয়।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:২৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)