আলাপ:আরণ্যক (উপন্যাস)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মতামত[সম্পাদনা]

আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি তাতে মনে হয় বিভূতিভূষণের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম পথের পাঁচালী আর বাংলাপিডিয়া অনুসারেও তাই। কিন্তু এখানে নিবন্ধটির মূল্যায়ন অংশ বলা হয়েছে অনেক সমালোচকের মতে তাঁর শ্রেষ্ঠতম সাহিত্যকর্ম আরণ্যক। তাই প্রদত্ত তথ্যটি রেখে দেওয়া অথবা অপসারণের বিষয়ে সকলের মতামত আশা করছি।~ইসমাইল (আলাপ) ০৮:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভূল তথ্য অপসারণ[সম্পাদনা]

বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা নিয়ে সকলের মতামত চেয়েছিলাম, কিন্তু কেউ কোন মন্তব্য না করায় আমি নিজেই তথ্যটি অপসারণ করছি। কারও কোন আপত্তি থাকলে এখানে দেখতে পারেন। তাছাড়া মূল্যায়ন অনুচ্ছেদের আরও একটি তথ্য, যেখানে বলা হয়েছে ভারতের সাহিত্য আকাদেমি আরণ্যককে বাংলা ভাষায় রচিত দশটি শ্রেষ্ঠ উপন্যাসের মধ্য স্থান দিয়েছে, সেটিও বিশ্বাসযোগ্য না হওয়ায় ও তথ্যসূত্র প্রদান না করায় অপসারণ করছি। এক্ষেত্রেও কেউ আমার সাথে দ্বিমত পোষণ করলে যথাযথ তথ্যসূত্র দিয়ে আমার সম্পাদনা পূনর্বহাল করতে পারেন।~ইসমাইল (আলাপ) ০৩:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]