আলাপ:আব্দুল কাদের (অভিনেতা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

করোনায় আক্রান্ত ছিলেন কিনা?[সম্পাদনা]

@MdsShakil: ভাই, ‘অভিনেতা আব্দুল কাদের করোনা আক্রান্ত নন, শারীরিক অবস্থা একটু ভালো’-এখানে দেখুন৷ এই রিপোর্ট অনুসারে আব্দুল কাদেরের আত্মীয়ের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। এ বিষয়টি নিবন্ধে পরিষ্করণ প্রয়োজন। আপনার কী মত? — Meghmollar2017আলাপ০৯:৪৭, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: পরিষ্করণ অভিযান চালানো হোক, দেশের পত্রিকারে বিশ্বাস নাই -শাকিল হোসেন আলাপ ০৯:৫২, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ডেইলি স্টারকে বিশ্বাস করাই যায়। তাছাড়া আত্মীয়দের বরাত দিয়ে বলা হয়েছে। আর মৃত্যুর বিষয়টি en:WP:OVERCITED হয়ে গেছে। আপনি নিবন্ধটি তৈরি করেছেন, এজন্য এই পরিষ্করণটি আপনাকে করারই অনুরোধ করছি। কারণ নিবন্ধের অবস্থা আপনি সবচেয়ে ভালো জানেন। (আসল কথা একটু আলসেমি লাগছে আজকাল; এ কারণে উইকিতেও সময় কম দেওয়া হচ্ছে)। :) — Meghmollar2017আলাপ১১:৫৫, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: করোনার তথ্য সরিয়ে দিয়েছি, অন্যগুলোর উপর একটু চোখ বুলিয়েন -শাকিল হোসেন আলাপ ১২:১১, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ব্যক্তিগত জীবন অনুচ্ছেদে ওভার সাইটেশনের বিষয়টি রয়ে গেছে। এটি ঠিক করা হলেই বাকি সব কিছু ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। অসাধারণ কাজ করেছেন। — Meghmollar2017আলাপ১২:৪১, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]