বিষয়বস্তুতে চলুন

আলাপ:আব্দুল আলিম (দ্ব্যর্থতা নিরসন)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Abdul Alim 3 কর্তৃক ২৬ দিন আগে "তথ্যসূত্র" অনুচ্ছেদে

মুহাম্মাদ আব্দুল আলিম

[সম্পাদনা]

আব্দুল আলিমঃ (জন্ম ১০ জানুয়ারী ১৯৮৮) “রাঙামাটির দেশ” নামে পরিচিত বীরভূম জেলার শালনদীর তীরে অবস্থিত শালজোড় গ্রামের সম্ভ্রান্ত বাঙালী কৃষক পরিবারে। পিতার নাম আবু তালেব এবং মাতা আনারজান বেগম। আব্দুল আলিম সাহিত্য-সংস্কৃতি জগতের একজন উল্লেখযোগ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গবেষক ও প্রগতিশীল চিন্তাবিদ।

প্রাথমিক জীবনঃ

[সম্পাদনা]

১৯৮৮ সালের ১০ জানুয়ারী বীরভূম জেলার শালজোড় গ্রামে আব্দুল আলিমের জন্ম হয়। তিন ভাইয়ের মধ্যে তিনি প্রথম। তার মাতা আনোয়ারা বেগম গৃহিণী এবং পিতা আবু তালেব পেশায় কৃষক। ২০০৬ সালে তিনি লোকপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। ২০০৮ সালে তিনি লোকপুর উচ্চ বিদ্যালয় থেকে থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি দুমকা সিধু কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ২০১২ সালে ভুগোলে অনার্স নিয়ে বিএ পাস করেন। ২০১৩-১৪ সালে তিনি হরিয়ানার রোহতাকে অবস্থিত কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন। ২০১৭ সালে তিনি ভুগোলে এমএ করেন।

সাহিত্য জীবনঃ

[সম্পাদনা]

আব্দুল আলিম ছোট বেলা থেকেই নিয়মিত কবিতা লেখা শুরু করেন। যদিও সেগুলি কোথাও প্রকাশিত হয়নি।

লেখকের প্রথম প্রকাশিত বই ২০১০ সালে ‘ইতিহাস বিকৃতির প্রয়াস…। যদিও বর্তমানে বইটি বাজেয়াপ্ত। তাঁর প্রথম ঐতিহাসিক উপন্যাস ‘সিরাজউদ্দৌল্লা’। প্রকাশিত হয় ২০১৮ সালে।

লেখক ব্যাক্তিগতভাবে বিজ্ঞানের বিষয়ে স্নাতক হলেও ইতিহাসের প্রতি রয়েছে তাঁর বিশেষ আকর্ষণ, সেজন্য তিনি ঐতিহাসিক প্রবন্ধ ও ঐতিহাসিক উপন্যাস লিখতেই বেশী ভালবাসেন। এছাড়াও উৎসাহ রয়েছে যে কোনও সৃজনশীল কাজে। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত। এছাড়াও ‘নবজাগরণ’ নামে তাঁর নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। সেখানে নিয়মিত ইতিহাস, বিজ্ঞান, দর্শণ, ধর্ম, রাজনীতি, সিনেমা সহ দেশে বিদেশের বিভিন্ন অজানা তথ্য প্রকাশিত হয়। এছাড়াও তিনি ‘নতুন গতি’, ‘পুবের কলম’ প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

আব্দুল আলিম এই প্রজন্মের তরুন প্রগতিশীল লেখকদের মধ্যে একজন উদীয়মান লেখক। ২০১৮ সালে তাঁর প্রথম ঐতিহাসিক উপন্যাস ‘সিরাজুদ্দৌল্লা’ প্রকাশিত হয় ‘দেশ প্রকাশণ’ থেকে। বইটি রীতিমত পাঠক মহলে সাড়া পড়ে।

বৈবাহিক জীবনঃ

[সম্পাদনা]

২০১২ খ্রিষ্টাব্দে আব্দুল আলিম পারিবারিক ব্যবস্থাপনায় ফারহা খাতুনকে বিয়ে করেন। ফারহান আখতার ও সুফিয়ান নামে দুই সন্তান রয়েছে।

গ্রন্থ তালিকাঃ

[সম্পাদনা]

গ্রন্থতালিকা

[সম্পাদনা]

উপন্যাস

[সম্পাদনা]

সিরাজউদ্দৌল্লা ISBN – 978-93-81678-45-9

শাহজাদা আওরঙ্গজেব  ISBN - 978-93-81678-94-7

অপারেশন দিল্লী

নার্গিস

সমালোচনামূলক গ্রন্থ

[সম্পাদনা]

ইতিহাস বিকৃতির প্রয়াস...

আল ক্বালামুস সরীহ ফি রাক'আতিত তারাবীহ

তসলিমা নাসরিনের বিচার হোক জনতার আদালতে

ওয়াজহুন জদীদ লি মুনকিরিত তাকলীদ

এরা আহলে হাদীস না শিয়া

ইসলাম কি তরবারির জোরে প্রসারিত হয়েছে

আকিদা হায়াতুন নবী

ইতিহাসগ্রন্থ

[সম্পাদনা]

আকবর এক ব্যক্তিক্রমী মুঘল (ইতিহাসগ্রন্থ) ISBN - 978-93-81678-25-1

দেওবন্দ আন্দোলনঃ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের একটি মর্মান্তিক অধ্যায়

জীবনীগ্রন্থ

[সম্পাদনা]

মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী

কাব্যগ্রন্থ

[সম্পাদনা]

একটি নিষিদ্ধ অ-প্রেমের কবিতা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আব্দুল আলিম : বাংলা সাহিত্যের এক উদীয়মান লেখক- নবজাগরণ
  1. সিরাজউদ্দৌলাwww.lekhalekhi.in - প্রথম প্রকাশঃ ২০১৮ (দেশ প্রকাশণ)
  1. আকবরঃ এক ব্যতিক্রমী মুঘল www.lekhalekhi.in - প্রথম প্রকাশঃ ২০২২ (দেশ প্রকাশণ)
  1. শাহজাদা আওরঙ্গজেব www.lekhalekhi.in - প্রথম প্রকাশঃ ২০২২ (দেশ প্রকাশণ)
  1. puber kalom - Poem
  1. Puber Kalom - Poem
  1. Abdul Alim Book www.archive.org
  1. Abdul Alim Book www.scribd.com
  1. All Book writen by Abdul Alim - readingbharat www.books.readingbharat.com

Abdul Alim 3 (আলাপ) ১৬:০৩, ১২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন