আলাপ:আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পিতৃহীনত্বের ট্যাগ অপসারণের অনুরোধ[সম্পাদনা]

অনুমতি থাকাসত্ত্বেয় নিবন্ধটি যেহেতু আমার করা, তাই নিবন্ধ থেকে নিজে ট্যাগ অপসারণ করে প্রটোকোল ভঙ্গ করা ঠিক মনে করলাম না। এখন নিবন্ধটিতে প্রচুর লিংক আছে। তাই ট্যাগ অপসারণের অনুরোধ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৮, ২২ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রাসঙ্গিক ছবি[সম্পাদনা]

http://commons.wikimedia.org/wiki/File:International_Mother_Language_Institute.JPG তে ছবি আপলোড করা হয়েছে। উপযুক্ত মনে হলে প্রবন্ধে যোগ করা যেতে পারে। Aqudit (আলাপ) ০৩:১২, ৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অজস্র ধন্যবাদ। নিবন্ধটা যথেষ্ট পূর্ণতা পেয়েছে ছবিটার কারণে। ছবি এভাবে যথাযথ স্বত্ত্ব-বিবরণীসহ আপলোড করার পর আপনিও যোগ করে দিতে পারেন প্রাসঙ্গিক নিবন্ধে, যদি দরকার হয়। এজন্য কোডটি এভাবে লিখতে হয়: [[File:International Mother Language Institute.JPG|right|thumb|350px|ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট]]। এখানে right লিখে বোঝানো হয় ছবিটা ডান বরাবর float করবে, 350px হলো ছবিটা কত বড় দেখাবে, thumb হলো মূল ছবিটা যোগ না করে ছবিটার থাম্বনেইল বা ছোট আকৃতি যোগ করা, আর তারপর ছবির ক্যাপশন। অনেক ধন্যবাদ আপনাকে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৫৭, ১২ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ মঈনুল ইসলাম, নিবন্ধনটির জন্য ও ছবি যোগ করে দেয়ার জন্য। Aqudit (আলাপ) ১১:২২, ২২ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]