আলাপ:আনিমে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নামকরণ[সম্পাদনা]

আলোচ্য নিবন্ধটার প্রথম নাম ছিলো ইংরেজিতে Anime, পরে জাহিন ভাইয়া বাংলায় 'অ্যানিমে' করেন। মুহাম্মদ ভাইয়া কোনো কারণ না দেখিয়েই সেটা 'এনিমে' দেন। পরবর্তীতে জনৈক Nads93uk "আনিমে জাপানি শব্দ- উচ্ছারন জাপানি" কারণ দর্শিয়ে নাম দিয়েছেন 'আনিমে'। এর আগে তিনি 'টয়োটা' কে 'তয়োতা' এবং 'হোন্ডা'কে 'হোন্দা' করেছেন।

Anime বাংলাতে সাধারণত 'অ্যানিমে' নামে প্রচলিত। অ্যানিমেভক্তরা এটাই বলেন, ইংরেজি থেকে প্রতিবর্ণীকরণ নীতিতেও এটাই সঠিক। উল্লেখ্য, অ্যানিমে মূলত জাপানি শব্দ নয়, এটা ইংরেজি অ্যানিমেশনেরই সংক্ষিপ্ত রূপ। আর 'এনিমে' নামটাও চলে; তবে 'এ্যানিমে' না করাই ভালো, কারণ বানান নির্দেশিকাগুলো 'এ্যা' লেখাকে নিরুৎসাহিত করে। নিবন্ধটার নাম 'অ্যানিমে' বা 'এনিমে' করার জন্য আফতাব ভাইয়াকে অনুরোধ করছি। - রেজওয়ান (আলাপ) ১০:০৪, ৮ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]