আলাপ:অপেক্ষা (উপন্যাস)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রন্থ স্বত্ব কিভাবে দেয়? অপেক্ষা অংশটুকু ইতালিক এ আছে পরিবর্তন প্রয়োজন।[সম্পাদনা]

অপেক্ষা অংশটুকু ইতালিক এ আছে পরিবর্তন প্রয়োজন। আর স্বত্ব কিভাবে দিবো info box এর ভিতর? {{adminhelp}} Nafiur14 (আলাপ)

@Nafiur14: অপেক্ষা বাঁকায় দেখা যাচ্ছে (মোবাইলে দেখাবে না, কম্পিউটারে দেখায়)। আর গ্রন্থ স্বত্ব বলতে লেখকের নাম না প্রকাশনীর নাম? --আফতাব (আলাপ) ১৫:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

গ্রন্থস্বত্ব বলতে বইয়ের এ কপিরাইট কার তা বোঝানো হয়। অনেকক্ষেত্রে তা লেখক তার স্ত্রী না নিকট আটমীয়কে দেয়।

লেখক হিসেবে বইয়ের "গ্রন্থস্বত্ব" হুমায়ূন আহমেদ-এর। তা আলাদা করে উল্লেখ করার দরকার আছে কি? যাইহোক, {{তথ্যছক বই}}-এ এমন কোন প্যারামিটার দেখছি না। --আফতাব (আলাপ) ১৬:৫৭, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]