আলাপ:অনুসন্ধান কমিটি, ২০২২/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: মেহেদী আবেদীন · মেহেদী আবেদীন ১৬:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

নিবন্ধ ঠিক আছে। তবে কিছু পরিবর্তন করা জরুরি:

১. কাল সম্পর্কিত বাক্যগুলো ঠিক করতে হবে। যেমন কমিটির গঠনের পরদিন ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। - এখানে "হয়েছে" বর্তমান কালের মতো শোনায়, এর বদলে "হয়" বা "হয়েছিলো" করতে হবে। তবে "হয়" লিখলে সবচেয়ে ভালো হয়।

২. বাক্যগুলোয় কিছু শব্দ আগে-পরে দেখাচ্ছে। যেমন সে অনুযায়ী ৬০ বিশিষ্টজনকে চিঠি দেয় কমিটি। এর বদলে সে অনুযায়ী কমিটি ৬০ বিশিষ্টজনকে চিঠি দেয়। লিখলে ভালো হয়।

৩. উক্তি সংশ্লিষ্ট বাক্যগুলো ভিন্নভাবে সাজাতে হবে। যেমন নাম প্রকাশের পর কমিটি জানায় এই সময়ের মধ্যে এখনো নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ প্রস্তাব জমা দিলে, তা বিবেচনায় নেওয়া হবে। এটাকে এভাবে লেখা যায় নাম প্রকাশের পর কমিটি জানায় যে, উক্ত সময়কালের মধ্যে যেসব রাজনৈতিক দলগুলো এখনো নাম প্রস্তাব করেনি তাদের মধ্যে কেউ প্রস্তাবনা জমা দিলে তা বিবেচনায় নেওয়া হবে। তবে হুবুহু এভাবে লিখতে হবে তা নয়, এটাকেই সাজিয়ে নিজের ভাষায় লেখা যাবে।

৪. দুই নম্বর তথ্যসূত্রে ডয়েচ ভেলের নাম নিবন্ধে সংযোগ করা হয়নি।

৫. পর্যাপ্ত তথ্যসূত্র থাকলে পূর্ববর্তী অনুসন্ধান কমিটির সাথে এই কমিটির বর্ণনা তুলে ধরে একটি অনুচ্ছেদ রাখার চেষ্টা করুন (সম্ভব না হলে বাধ্যতামূলক নয়)।

৬. নিবন্ধের শীর্ষে সম্পূর্ণ নিবন্ধের সারাংশ রাখতে হবে। সেই হিসেবে নিবন্ধের শীর্ষ আরেকটু সম্প্রসারণ করুন।

আপাতত এগুলোই। এগুলো অনুসরণ করে কাজ করার পর আমাকে জানান। মেহেদী আবেদীন ১৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin:  করা হয়েছে–ধর্মমন্ত্রী (আলাপ) ১৭:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

কপিভায়ো সমস্যা থাকায় নতুন করে পর্যালোচনা শুরু করা হবে'মেহেদী আবেদীন ০০:২০, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]