আলমগীর হায়দার খাঁন
আলমগীর হায়দার খাঁন | |
---|---|
চাঁদপুর-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ২৯ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | মুহাম্মদ আবদুল মান্নান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৯ ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ |
মৃত্যু | ১৩ এপ্রিল ২০১৬ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | এক ছেলে, দুই মেয়ে |
শিক্ষা | স্নাতকোত্তর |
আলমগীর হায়দার খাঁন (১৯৪৯–১৩ এপ্রিল ২০১৬) বাংলাদেশের চাঁদপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন চাঁদপুর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলমগীর হায়দার খাঁন ১৯৪৯ সালে চাঁদপুরের ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজুল ইসলাম খাঁন। তার এক ছেলে, দুই মেয়ে।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]আলমগীর হায়দার খাঁন ছিলেন একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। মূলপাড়া শামসুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজের প্রতিষ্ঠাতা সদস্য তিনি।
১৯৯১ সালের পঞ্চম,[৩] ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ,[৪] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম[৫] ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন চাঁদপুর-৬ আসন থেকে পরপর চার মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।[৬]
মৃত্যু
[সম্পাদনা]আলমগীর হায়দার খাঁন ১৩ এপ্রিল ২০১৬ সালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৭ ফেব্রুয়ারি ২০০২ সালে মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পারিবারের তত্ত্ববধানে ছিলেন। ৮ এপ্রিল ২০১৬ শারীরীক অবস্থা খারাপ দেখে হসপিটালে ভর্তি করানো হয়।[২][১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ চাঁদপুর প্রতিনিধি (১৪ এপ্রিল ২০১৬)। "সাবেক এমপি আলমগীর হায়দার খানের ইন্তেকাল"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ চাঁদপুর প্রতিনিধি (১৪ এপ্রিল ২০১৬)। "বিএনপি নেতা আলমগীর হায়দারের মৃত্যু"। বাংলা ট্রিবিউন। ২০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।