আলভারো ফের্নান্দেস ইয়োরেন্তে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলভারো ফের্নান্দেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলভারো ফের্নান্দেস ইয়োরেন্তে
জন্ম (1998-04-13) ১৩ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান আর্নেদো, স্পেন
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রেন্টফোর্ড
(উয়েস্কা হতে ধারে)
জার্সি নম্বর ৪০
যুব পর্যায়
ওসাসুনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৭ ওসাসুনা বি ৪৭ (০)
২০১৬ ওসাসুনা (০)
২০১৭–২০১৯ মোনাকো ২ ১১ (০)
২০১৮–২০১৯এক্সত্রেমাদুরা (ধার) ১৭ (০)
২০১৯– উয়েস্কা ৫২ (০)
২০২১–ব্রেন্টফোর্ড (ধার) (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০১৬ স্পেন অনূর্ধ্ব-২০ (০)
২০১৯–২০২১ স্পেন অনূর্ধ্ব-২১ ১০ (০)
২০২১– স্পেন অনূর্ধ্ব-২৩ (০)
২০২১– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫৩, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫৬, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলভারো ফের্নান্দেস ইয়োরেন্তে (স্পেনীয়: Álvaro Fernández; জন্ম: ১৩ এপ্রিল ১৯৯৮; আলভারো ফের্নান্দেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর প্রিমিয়ার লীগের ক্লাব ব্রেন্টফোর্ড এবং স্পেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

স্পেনীয় ফুটবল ক্লাব ওসাসুনার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফের্নান্দেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, প্রথমে ওসাসুনা বি এবং পরবর্তীকালে ওসাসুনার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ওসাসুনার হয়ে এক মৌসুমে মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৭–১৮ মৌসুমে তিনি ফরাসি ক্লাব মোনাকো ২-এ যোগদান করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য স্পেনীয় ক্লাব এক্সত্রেমাদুরার হয়ে ধারে খেলার পর প্রায় ০.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব উয়েস্কার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি ধারে উয়েস্কা হতে ইংরেজ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগদান করেছেন।

২০১৬ সালে, ফের্নান্দেস স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, ফের্নান্দেস এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি উয়েস্কার হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আলভারো ফের্নান্দেস ইয়োরেন্তে ১৯৯৮ সালের ১৩ই এপ্রিল তারিখে স্পেনের আর্নেদোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ফের্নান্দেস স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২০, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ৯ই নভেম্বর তারিখে তিনি জর্জিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[৩][৪] তবে তার দল উক্ত আসরের সেমি-ফাইনালে পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে আসর হতে বিদায় নিয়েছিল।[৫] এই আসরে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৬]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্পেন ২০২১
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Álvaro Fernández - Goalkeeper - First Team"Official website of Brentford Football Club। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Álvaro Fernández Profile, News & Stats"Premier League। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 
  3. "España ya tiene a sus 23 elegidos"। উয়েফা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Spain U21 - Squad U21 EURO 2021 Ungarn/Slowenien"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Spain-Portugal - Under-21"UEFA.com। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Spain U21 - AppearancesU21 EURO 2021"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]