বিষয়বস্তুতে চলুন

আলফ্রেড স্কট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলফ্রেড স্কট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আলফ্রেড হোমার প্যাট্রিক স্কট
জন্ম (1934-07-29) ২৯ জুলাই ১৯৩৪ (বয়স ৯০)
স্প্যানিশ টাউন, সেন্ট ক্যাথরিন, জ্যামাইকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাবোলার
সম্পর্কটমি স্কট (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৮০)
২৮ মার্চ ১৯৫৩ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫২/৫৩ - ১৯৫৩/৫৪জ্যামাইকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৩৮
ব্যাটিং গড় ৫.০০ ১২.৬৬
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৭*
বল করেছে ২৬৪ ১১৯৫
উইকেট ১৮
বোলিং গড় - ৩৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৪৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ জুন, ২০২০

আলফ্রেড হোমার প্যাট্রিক স্কট (ইংরেজি: Alfred Scott; জন্ম: ২৯ জুলাই, ১৯৩৪) সেন্ট ক্যাথরিনের স্প্যানিশ টাউন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকের শুরুরদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি লেগ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন আলফ্রেড স্কট

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৫৩-৫৪ মৌসুম পর্যন্ত আলফ্রেড স্কটের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। আলফ্রেড স্কট লেগ ব্রেক বোলার ও নিচেরসারির ব্যাটসম্যান ছিলেন। তবে, নিজস্ব ২০ বছর পূর্তির পূর্বেই তার প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবনের অকাল সমাপ্তি ঘটে।

মার্চ, ১৯৫৩ সালে ১৮ বছর বয়সী আলফ্রেড স্কট সফররত ভারতীয় একাদশের বিপক্ষে জ্যামাইকার সদস্যরূপে নিজস্ব তৃতীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন। লেগ ব্রেক বোলিং করে সাত উইকেট পান ও আল্ফ ভ্যালেন্টাইনের চেয়েও সেরা খেলা উপহার দেন। এরফলে, নিজেকে ওয়েস্ট ইন্ডিজ ও জ্যামাইকার স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন আলফ্রেড স্কট। ২৮ মার্চ, ১৯৫৩ তারিখে কিংস্টনে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৯৫২-৫৩ মৌসুমে ভারত দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে আল্ফ ভ্যালেন্টাইনের সাথে একত্রে খেলেন। জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ঐ টেস্টে ব্যাটসম্যানদের প্রাধান্যতা লক্ষ্য করা যায়। ৪৪ ওভারে ১৪০ রান খরচ করে উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করতে হয়েছিল তাকে।[]

একমাত্র টেস্টে অংশগ্রহণের পর আর একটিমাত্র প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন আলফ্রেড স্কট। ১৯৫৩-৫৪ মৌসুমে সফররত এমসিসি দলের বিপক্ষে জ্যামাইকা দল দুইটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নেয়। তন্মধ্যে, তাকে একটিতে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। তিনি দুই উইকেট পান।

জ্যামাইকা ত্যাগ করে ইংল্যান্ডে চলে যান ও সেখানকার লীগ ক্রিকেটে অংশ নেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jamaica v Indians 1952-53"Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  2. "5th Test, India tour of West Indies at Kingston, Mar 28 - Apr 4 1953"Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]