আলতাফ হোসেন (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
আলতাফ হোসেন
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
উত্তরসূরীমিয়া আব্বাস উদ্দিন
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৩৪
বাগেরহাট জেলা
মৃত্যু৩ মে ২০০৯
বাংলাদেশ মেডিক্যাল কলেজ
সমাধিস্থলবনানী কবরস্থান
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয় পার্টি (এরশাদ)
সন্তানদুই ছেলে, এক মেয়ে

আলতাফ হোসেন (আনু. ১৯৩৪-৩ মে ২০০৯) বাংলাদেশের বাগেরহাট জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আলতাফ হোসেন ১৯৩৪ সালে বাগেরহাটের মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আলতাফ হোসেন একজন আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টারি সেক্রেটারি নিযুক্ত হয়েছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] এর পর বিএনপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।[২]

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তিনি পরাজিত হন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

আলতাফ হোসেন ৩ মে ২০০৯ সালে বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "বাগেরহাটের সাবেক সাংসদ আলতাফ হোসেনের মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ মে ২০০৯। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  3. "আলতাফ হোসেন, আসন নং: ৯৮, বাগেরহাট-৪, দল: বিএনপি (ধানের শীষ)"দৈনিক প্রথম আলো। ১২ জুন ১৯৯৬। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০