এরিমানিবেলির যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আর্মেনিয়ান বেলির যুদ্ধ থেকে পুনর্নির্দেশিত)

আর্মেনিয়ান বেলি বা এরিমানি বেলির যুদ্ধ ছিলো সোগুত বেইলিক ও কায়ী বসতির প্রধান উসমান গাজী এবং ইনেগোল দুর্গের টেকফুর আয়া নিকোলার মধ্যবর্তী সংঘটিত একটি যুদ্ধ। এটি ইনেগোল থেকে ১০ কিলোমিটার দূরবর্তী 'হামজা বে' নামক গ্রামে সংঘটিত হয়। এই যুদ্ধে উসমান গাজী সরাসরি কোনো বিজয় লাভ না করলেও বাইজেন্টাইনদের কাছে পরাস্ত হননি। উসমান গাজী কর্তৃক স্বাধীন রাষ্ট্র ঘোষণার পূর্ববর্তী সময়ে অনুষ্ঠিত যুদ্ধসমূহের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ।

আর্মেনিয়ান বেলির যুদ্ধ
মূল যুদ্ধ: বাইজেন্টাইন-উসমানীয় যুদ্ধ
তারিখ১২৮২ থেকে ১২৮৩ এর মধ্যবর্তী সময়
অবস্থান
ইনেগোল এর 'হামজা বে' নামক গ্রাম; এরমানিবেলি জেলা
ফলাফল

যুদ্ধজয়ে বাইজেন্টাইন সৈন্যবাহিনীর ব্যর্থতা।

উসমানীয়গণ কর্তৃক ইনেগোল দুর্গ বিজয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি।
বিবাদমান পক্ষ
কায়ি গোত্র বাইজেন্টাইন সাম্রাজ্য
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমান গাজী আয়া নিকোলা
শক্তি
১২০ জন অশ্বারোহী ১০০০ বাইজেন্টাইন সৈন্য
হতাহত ও ক্ষয়ক্ষতি
১ জন নিহত বহু সংখ্যক নিহত ও আহত