বিষয়বস্তুতে চলুন

আর্তেমিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্তেমিস
শিকার, জঙ্গল ও পাহাড় এবং চাঁদের অধিষ্টাত্রী দেবী
প্রতীকধনুক, তীর, stags, শিকারী কুকুর, এবং চাঁদ
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাজিউস and লেটো
সহোদরঅ্যাপোলো
সমকক্ষ
রোমান সমকক্ষডায়ানা
ব্রাউরনে আর্তেমিসের অভয়ারণ্য

আর্তেমিস হলেন গ্রিক পুরাণের অরণ্যদেবী এবং বারো অলিম্পিয়ানদের অন্যতম। রোমক পুরাণে আর্তেমিসের প্রতিষঙ্গী চরিত্র ডায়ানাঅ্যাপোলো এবং আর্টেমিস যমজ ভাইবোন।[]

গ্রিক পুরাণে আর্টেমিসকে চিরকাল অরণ্যচারী এবং চিরকুমারীরূপে ফুটিয়ে তোলা হয়েছে। তার সহচরী বনপরীরাও তারই মতো চিরকুমারী। দেবতা এমনকি মানুষও কখনো আর্তেমিস এবং তার সহচরীদের ভালোবাসা পায়নি। কেবল কিছুকালের জন্য বিখ্যাত শিকারী ওরাইয়নের সঙ্গে আর্তেমিসের শখ্য গড়ে উঠেছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত ওরাইয়ন, অ্যাপোলোর চক্রান্তে আর্তেমিসের হাতেই নিহত হন।[]

আর্তেমিস অতি অল্পতেই উত্তেজিত ও রাগান্বিত হন এবং তার বিরাগভাজনদেরকে কঠিনতম শাস্তি দেন। নাইওবীর সাত কন্যাকে তিনি হত্যা করেন এবং তার অভিশাপের কারণে তিনি অ্যাকটিয়ন মৃগের রূপ ধারণ করলে নিজের শিকারী কুকুরদের দ্বারা নিহত হন।[]

আর্তেমিস, গ্রিক ও ট্রয়ের যুদ্ধে অ্যাপোলোর সাথে ট্রোজানপক্ষ অবলম্বন করলে হেরা কর্তৃক প্রহৃত হন এবং পালিয়ে যেতে বাধ্য হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতীচ্য পুরাণ, ফরহাদ খান; অক্টোবর ২০০১ সংস্করণ; প্রতীক প্রকাশনা সংস্থা, পৃ.২৩; আইএসবিএন ৯৮৪-৪৪৬-০২৮-X। সংগৃহীত হয়েছে: ১৫ ডিসেম্বর ২০১০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
বারো অলিম্পিয়ান
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস