আর্তুর একের্ত
আর্তুর একের্ত | |
---|---|
জন্ম | আর্তুর কনর্যাড একের্ত ১৯ সেপ্টেম্বর ১৯৬১ ভ্রৎসওয়াফ, পোল্যান্ড |
জাতীয়তা | ব্রিটিশ পোলিশ |
মাতৃশিক্ষায়তন | জাগিয়েলোনিয়ান বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড (পিএইচডি) |
পরিচিতির কারণ | কোয়ান্টাম তথ্যগুপ্তিবিদ্যা |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান তথ্যগুপ্তিবিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ | মের্টন কলেজ, অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় |
অভিসন্দর্ভের শিরোনাম | Correlations in quantum optics (১৯৯১) |
ডক্টরাল উপদেষ্টা | কিথ বার্নেট ডেভিড ডয়েচ পিটার নাইট[২] |
ডক্টরেট শিক্ষার্থী | প্যাট্রিক হেইডেন মিশেল মস্কা[২] |
ওয়েবসাইট | arturekert |
আর্তুর কনর্যাড একের্ত (জন্ম- ১৯ সেপ্টেম্বর, ১৯৬১) একজন পোলিশ-বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ইন্সটিটিউটের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তিনি অক্সফোর্ডের মের্টন কলেজের কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং কোয়ান্টাম তথ্যগুপ্তিবিদ্যার অধ্যাপক ফেলো। এছাড়াও তিনি সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সেন্টার ফর কোয়ান্টাম টেকনোলজিসের প্রতিষ্ঠাতা পরিচালক। কোয়ান্টাম-পদার্থবিজ্ঞান ব্যবস্থায় তথ্য প্রক্রিয়াকরণ নিয়ে তিনি গবেষণা করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র হলো কোয়ান্টাম যোগাযোগ এবং কোয়ান্টাম গণনা। কোয়ান্টাম তথ্যগুপ্তিবিদ্যার অন্যতম পথিকৃৎ হিসাবে তিনি সর্বাধিক পরিচিত।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আর্তুর কনর্যাড একের্ত পোল্যান্ডের ভ্রৎসওয়াফে জন্মগ্রহণ করেছেন। তিনি পোল্যান্ডের ক্রাফুফের জাগিয়েলোনিয়ান বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেছেন। ১৯৮৭ এবং ১৯৯১ সালের মধ্যে তিনি অক্সফোর্ডের ওল্ফসন কলেজের স্নাতক ছাত্র ছিলেন। তার ডক্টরাল থিসিসে[২][৩] তিনি কোয়ান্টাম জট এবং কোয়ান্টাম অস্থানীয়তার মাধ্যমে সুরক্ষার সাথে তথ্যগুপ্তিবিদ্যার চাবি বিতরণ করার উপায় প্রদর্শন করেছিলেন।
পেশাজীবন
[সম্পাদনা]১৯৯১ সালে তিনি জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৪ সালে মের্টন কলেজে একটি গবেষণা ফেলো হিসেবে নির্বাচিত হন। সেই সময় তিনি অক্সফোর্ডে ক্লেয়ারেন্ডন গবেষণাগারে কোয়ান্টাম তথ্যগুপ্তিবিদ্যা এবং গণনার প্রথম গবেষণা দল প্রতিষ্ঠা করেছিলেন। এটি বর্তমানে কেমব্রিজের গণিত অনুষদে কোয়ান্টাম গণনা কেন্দ্রে পরিণত হয়েছে।
১৯৯৩ থেকে ২০০০ সালের মধ্যে তিনি রয়েল সোসাইটির হাও ফেলো পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৮ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি অক্সফোর্ডের কেবল কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগী ও শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি কেমব্রিজের কিং কলেজের প্রফেসরাল ফেলো ছিলেন। ২০০৭ সাল থেকে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত ইনস্টিটিউটে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করেন।
তিনি বেশ কয়েকটি কোম্পানি এবং সরকারি সংস্থার সাথে কাজ করেছেন এবং পরামর্শ দিয়েছেন। তিনি বেশ কয়েকটি পরামর্শক বোর্ডে দায়িত্ব পালন করেছেন এবং ক্রাউচার ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি।[৪]
গবেষণা
[সম্পাদনা]কোয়ান্টাম-পদার্থবিজ্ঞান ব্যবস্থায় তথ্য প্রক্রিয়াকরণ নিয়ে তিনি গবেষণা করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র হলো কোয়ান্টাম যোগাযোগ এবং কোয়ান্টাম গণনা। কোয়ান্টাম অ-স্থানীয়তা এবং বেলের অসমতার ধারণার ভিত্তিতে তিনি তার গবেষণা গড়ে তুলেছেন।[৫] তিনি কোয়ান্টাম জট ভিত্তিক কোয়ান্টাম চাবি বিতরণ প্রবর্তন করেছিলেন।[৬] তার ১৯৯১-এর গবেষণাপত্রের মাধ্যমে পদার্থবিজ্ঞান ও তথ্যগুপ্তিবিদ্যার ক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। তার গবেষণাপত্রটি পদার্থবিজ্ঞান ও তথ্যগুপ্তিবিদ্যা ক্ষেত্রের অন্যতম উল্লেখযোগ্য গবেষণাপত্র। ফিজিক্যাল রিভিউ লেটারসের সম্পাদকরা এটিকে ''মাইলফলক লেটার'' হিসেবে অভিহিত করেছে। অর্থাৎ এটি এমন একটি গবেষণাপত্র যা পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, উল্লেখযোগ্য আবিষ্কার করেছে বা নতুন নতুন গবেষণার সূচনা করেছে। ম্যালভার্নে অবস্থিত প্রতিরক্ষা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী জন র্যারিটি ও পল ট্যাপস্টারের সঙ্গে তার করা কাজের ফলে কোয়ান্টাম চাবি বিতরণের নীতি প্রমাণিত হয়। এছাড়াও এ সকল গবেষণার ফলে তথ্যগুপ্তিবিদ্যায় পরামিতিক রূপান্তর, দশার সাংকেতিকীকরণ ও কোয়ান্টাম ব্যাতিচারমিতির মত বিষয়গুলোর ব্যবহার শুরু হয়।[৭] একের্ত ও তার সহযোগীরা কোয়ান্টাম জটের বিশুদ্ধতার ভিত্তিতে সর্বপ্রথম নিরাপত্তাগত প্রমাণ সম্পর্কে ধারণা প্রদান করেন।[৮]
কোয়ান্টাম গণনা সম্বন্ধে তাত্ত্বিক আলোচনা ও এর ব্যবহারিক উপলব্ধির ক্ষেত্রে একের্ত ও তার সহযোগীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা প্রমাণ করেছেন, দুইটি কোয়ান্টাম বিটে ক্রিয়াশীল কোয়ান্টাম লজিক গেট সার্বজনীন প্রকৃতির।[৯] এটি ছিল কোয়ান্টাম গণনার প্রথম ব্যবহারিক আলোচনাগুলোর অন্যতম। তারা এ কাজে কোয়ান্টাম ডট বা কোয়ান্টাম বিন্দুর আলোকীয় গতিপথে আবেশিত দ্বিপোল-দ্বিপোল যুগলবন্দিকরণ ব্যবহার করেন।[১০] এর ফলে অধিক স্থিতিশীল জ্যামিতিক কোয়ান্টাম লজিক গেটের প্রবর্তন করা সম্ভব হয়।[১১] তিনি "শব্দবিহীন সাংকেতিকীকরণ"-এর ধারণা প্রস্তাব করেন, যা পরবর্তীতে কোয়ান্টাম অসঙ্গতিপূর্ণ মুক্ত-উপস্থান নামে পরিচিত হয়।[১২] একের্তের অন্যান্য অবদানের মধ্যে রয়েছে- কোয়ান্টাম অবস্থানের পরিবর্তন, সর্বোত্তম বা অপটিমাল কোয়ান্টাম দশার হিসাব ও কোয়ান্টাম দশার পরিবর্তন।[১৩] তিনি তার সহযোগীর সাথে গাণিতিক প্রমাণের ধারণা এবং পদার্থবিজ্ঞানের সূত্রের সম্পর্ক নিয়ে লিখেছেন।[১৩] তিনি বিজ্ঞানের ইতিহাস নিয়েও লিখেছেন, যা কিছুটা জনপ্রিয় হয়েছে।[১৪]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]কোয়ান্টাম তথ্যগুপ্তিবিদ্যা আবিষ্কারের জন্য তিনি ১৯৯৫ সালে ইনস্টিটিউট অফ ফিজিক্সের ম্যাক্সওয়েল পদক এবং পুরস্কার, ২০০৭ সালে রয়্যাল সোসাইটির হিউস মেডেল এবং ২০১৯ মিকিয়াস পুরস্কার (http://miciusprize.org/) দ্বারা ভূষিত হয়েছেন। তিনি ২০০৪ ইউরোপীয় ইউনিয়ন দেকার্ত পুরস্কারের সহ-প্রাপক। ২০১৬ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি সিঙ্গাপুর ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সহযোগী। এছাড়াও তিনি ২০১৭ সালে সিঙ্গাপুরের 'পিঙ্গাত পেন্দাতবিরান আওয়াম' নামক রৌপ্য পদক অর্জন করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Anon (২০১৬)। "Professor Artur Ekert FRS"। London: royalsociety.org। ২৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where:
"All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under Creative Commons Attribution 4.0 International License." --"Royal Society Terms, conditions and policies"। Archived from the original on ২৫ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬।
- ↑ ক খ গ https://mathgenealogy.org/id.php?id=98649
- ↑ Ekert, Artur Konrad (১৯৯১)। Correlations in quantum optics (গবেষণাপত্র)। University of Oxford। ওসিএলসি 556450608।
- ↑ "Board of Trustees"। Croucher Foundation। ২০১৫। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬।
- ↑ Bell, John Stuart (২০০৪)। Speakable and Unspeakable in Quantum Mechanics। Cambridge University Press। আইএসবিএন 0-521-52338-9।
- ↑ Ekert, Artur (৫ আগস্ট ১৯৯১)। "Quantum cryptography based on Bell's theorem"। Physical Review Letters। American Physical Society। 67: 661–663। ডিওআই:10.1103/PhysRevLett.67.661। পিএমআইডি 10044956। বিবকোড:1991PhRvL..67..661E।
- ↑ Ekert, Artur; Rarity, John G.; Tapster, Paul R.; Palma, G. Massimo (৩১ আগস্ট ১৯৯২)। "Practical quantum cryptography based on two-photon interferometry"। Physical Review Letters। American Physical Society। 69: 1293–1295। ডিওআই:10.1103/PhysRevLett.69.1293। পিএমআইডি 10047180। বিবকোড:1992PhRvL..69.1293E।
- ↑ Deutsch, David; Ekert, Artur; Jozsa, Richard; Macchiavello, Chiara; Popescu, Sandu; Sanpera, Anna (২৩ সেপ্টেম্বর ১৯৯৬)। "Quantum privacy amplification and the security of quantum cryptography over noisy channels"। Physical Review Letters। American Physical Society। 77: 2818–2821। arXiv:quant-ph/9604039 । ডিওআই:10.1103/PhysRevLett.77.2818। পিএমআইডি 10062053। বিবকোড:1996PhRvL..77.2818D।
- ↑ Deutsch, David; Barenco, Adriano; Ekert, Artur (৮ জুন ১৯৯৫)। "Universality in quantum computation"। Proceedings of the Royal Society A। 449 (1937): 669–677। arXiv:quant-ph/9505018 । ডিওআই:10.1098/rspa.1995.0065। বিবকোড:1995RSPSA.449..669D।
- ↑ Barenco, Adriano; Deutsch, David; Ekert, Artur; Jozsa, Richard (১৫ মে ১৯৯৫)। "Conditional quantum dynamics and logic gates"। Physical Review Letters। American Physical Society। 74: 4083–4086। arXiv:quant-ph/9503017 । ডিওআই:10.1103/PhysRevLett.74.4083। বিবকোড:1995PhRvL..74.4083B।
- ↑ Jones, Jonathan A.; Vedral, Vlatko; Ekert, Artur; Castagnoli, Giuseppe (২৪ ফেব্রুয়ারি ২০০০)। "Geometric quantum computation using nuclear magnetic resonance"। Nature। 403: 869–871। arXiv:quant-ph/9910052 । ডিওআই:10.1038/35002528। বিবকোড:2000Natur.403..869J।
- ↑ Palma, G. Massimo; Suominen, Kalle-Antti; Ekert, Artur (৮ মার্চ ১৯৯৬)। "Quantum computers and dissipation"। Proceedings of the Royal Society A। 452 (1946): 567–584। arXiv:quant-ph/9702001 । ডিওআই:10.1098/rspa.1996.0029। বিবকোড:1996RSPSA.452..567P।
- ↑ ক খ Deutsch, David; Ekert, Artur; Lupacchini, Rossella (সেপ্টেম্বর ২০০০)। "Machines, logic and quantum physics"। The Bulletin of Symbolic Logic। Cambridge University Press। 6 (3): 265–283। arXiv:math/9911150 । ডিওআই:10.2307/421056।
- ↑ Ekert, Artur (আগস্ট ২০০৮)। "Complex and unpredictable Cardano"। International Journal of Theoretical Physics। Springer। 47 (8): 2101–2119। arXiv:0806.0485 । ডিওআই:10.1007/s10773-008-9775-1। বিবকোড:2008IJTP...47.2101E।