বিষয়বস্তুতে চলুন

আরোগ্যস্বামী পলরাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরোগ্যস্বামী পলরাজ
Arogyaswami Paulraj, PhD
জন্ম১৪ এপ্রিল, ১৯৪৪
জাতীয়তামার্কিন, ভারতীয়
পুরস্কারআইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (২০১১)
মার্কনি প্রাইজ (২০১৪)
সামরিক কর্মজীবন
আনুগত্য India
সেবা/শাখা ভারতীয় নৌবাহিনী
কার্যকাল1965-1991
পদমর্যাদাCommodore
পুরস্কার

আরোগ্যস্বামী পলরাজ একজন ভারতীয় মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর ইমেরিটাস অধ্যাপক।

জীবনী

[সম্পাদনা]

পলরাজ নেভাল কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ১৯৬৬ সালে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, দিল্লি থেকে ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ থেকে ১৮৮ সাল পর্যন্ত ব্যাঙ্গালোরের সেন্টার ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পুনার সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং এর পরিচালক এবং ব্যাঙ্গালোর্বর ভারত ইলেক্ট্রনিক্সের সেন্ট্রাল রিসার্চ ল্যাবের চীফ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর গবেষণা অধ্যাপক হিসবে কর্মরত ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রডকমের সিনিয়র অ্যাডভাইজার হিসবে কর্মরত ছিলেন। তিনি ২০১৫ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব তেকনোলজিতে, মাদ্রাজের ডিস্টিঙ্গুইশড অধ্যাপক পদে যোগদান করেন। তার প্রকাশনায় রয়ছে ৩৫০ এর অধিক গবেষণাপত্র। তার ৬৬টি মার্কিন প্যাটেন্ট রয়েছে। [][]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]