আরমান্দো দে আলমেইদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গালো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আরমান্দো দে আলমেইদা
জন্ম (১৮৯৩-০৭-০২)২ জুলাই ১৮৯৩
জন্ম স্থান রিউ দি জানেইরু, ব্রাজিল
মৃত্যু ৬ ফেব্রুয়ারি ১৯৭৮(1978-02-06) (বয়স ৮৪)
মৃত্যুর স্থান ব্রাজিল
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়

আরমান্দো দে আলমেইদা (পর্তুগিজ: Gallo, ব্রাজিলীয় পর্তুগিজ: [ɡˈalʊ]; ২ জুলাই ১৮৯৩ – ৬ ফেব্রুয়ারি ১৯৭৮; গালো নামে সুপরিচিত) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় পাইসান্দু এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

গালো ১৯১৬ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯১৯ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৭ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট তিনটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৭ এবং ১৯১৯) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৯ সালে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

গালো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আরমান্দো দে আলমেইদা ১৮৯৩ সালের ২রা জুলাই তারিখে ব্রাজিলের রিউ দি জানেইরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৭৮ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে, ব্রাজিলে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ১৯১৬
১৯১৭
১৯১৯
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]