বিষয়বস্তুতে চলুন

আরতি গণেশকর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরতি গণেশকর
Actress Aarathi in a interview
জন্ম
আরতি

নিলগিরী, তামিলনাড়ু
অন্যান্য নামহারাথি
পেশাঅভিনেত্রী, কমেডিয়ান, টিভি সঞ্চালক
কর্মজীবন১৯৮৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীগণেশকর (বি. ২০০৯)

আরতি গণেশকর, যিনি হারাথি নামেও পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা, যিনি মূলত তামিল চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেন। তিনি ১৯৯০-এর দশকের শেষের দিকে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন এবং পরে সুপার টেনলোল্লু সভা নামক ব্যাঙ্গাত্মক কৌতুক অনুষ্ঠানে অংশ নেন। তামিল চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি গিরি (২০০৪), পদিকদাবন (২০০৯) এবং কুট্টি (২০১০) ছবিতে অভিনয় করেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

মাত্র ছয় মাস বয়সে আরতি ভান্না কানাভুগাল ছবিতে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী মু. করুণানিধির নেতৃত্বে পরিচালিত প্রকল্প ইয়াল ইসাই নাটক মন্ড্রাম -এর অংশ ছিলেন। চলচ্চিত্রে তার স্বতন্ত্র কৌতুক অভিনয়ের জন্য তিনি কালাইমামণি পুরস্কার অর্জন করেন। তার প্রথম দিকের কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে অরুল (২০০৪), গিরি (২০০৪) এবং কুন্দাক্কা মান্দাক্কা (২০০৫) অন্যতম, যেখানে তিনি অভিনেতা ভাদিভেলুর সঙ্গে অভিনয় করেছিলেন। [][] পদিকদাবন (২০০৯) এবং কুট্টি (২০১০) ছবিতে তার হাস্যরসাত্মক চরিত্র দর্শকদের মন কাড়ে, যা তাকে আনন্দ ভিকাটন পুরস্কারে টানা দুই বছর সেরা নারী কৌতুকাভিনেত্রীর সম্মান এনে দেয়। ২০১২ সালে, তিনি কলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন কৌতুক অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পান। একই বছর, পরসীগা মান্নান (২০১২) ছবিতে তার অভিনয়ের জন্য তিনি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা কৌতুকাভিনেত্রী হিসেবে সম্মানিত হন। [] পরে তিনি বিষ্ণুবর্ধনের যতচান (২০১৫) ছবিতে একটি আইটেম নম্বরে অভিনয়ের জন্য দ্য হিন্দুর সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হন। []

২০১৭ সালে, আরতি কমল হাসান দ্বারা সঞ্চালিত তামিল প্রতিযোগীতামূলক টিভি অনুষ্ঠান, বিগ বস- এ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের ২১ তম দিনে তিনি প্রতিযোগীতা থেকে বাদ পড়লেও, পরে অতিথি প্রতিযোগী হিসেবে পুনরায় যোগ দেন এবং দুই সপ্তাহ ধরে প্রতিযোগীতায় টিকে ছিলেন। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৯ সালের অক্টোবর মাসে, গুরুভায়ুরে একটি অনুষ্ঠানে আরতি সহ-কৌতুকাভিনেতা গণেশকরকে বিয়ে করেন। পরবর্তীতে, তারা চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই দম্পতি এর আগে টিভির জনপ্রিয় নৃত্য প্রতিযোগীতামূলক অনুষ্ঠান মানদা মায়িলাদা-তে নৃত্যশিল্পী হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন। []

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

তামিল

[সম্পাদনা]

শিশুশিল্পী

[সম্পাদনা]
  • ভান্না কানাভুগাল (১৯৮৭)
  • এন থাঙ্গাই কাল্যাণী (১৯৮৮)
  • থেন্দ্রাল সুডুম (১৯৮৯)
  • কাভালুক্কু কেট্টিকারান (১৯৯০)
  • অঞ্জলি (১৯৯০)
  • চাত্রিয়ান (১৯৯০)

কৌতুক অভিনেতা

[সম্পাদনা]
  • অরুল (২০০৪)
  • গিরি (২০০৪)
  • মায়াভি (২০০৫)
  • কাত্রুল্লভারাই (২০০৫)
  • কুন্দাক্কা মন্দাক্কা (২০০৫)
  • চিন্না (২০০৫)
  • কন্নাম্মা (২০০৫)
  • পাত্তিয়াল (২০০৬)
  • আজহাগাই ইরুক্কিরাই বায়ামাই ইরুক্কিরাথু (২০০৬)
  • থিরুপাথি (২০০৬)
  • পারিজাথাম (২০০৬)
  • কুস্তি (২০০৬)
  • সিভি (২০০৬)
  • নেঞ্জিরুক্কুম ভারাই (২০০৬)
  • থামিরাভরানি (২০০৭)
  • মালাইকোট্টাই (২০০৭)
  • মাচাকারান (২০০৭)
  • কুরুভি (২০০৮)
  • জয়মকোন্ডান (২০০৮)
  • ভিল্লু (২০০৯)
  • পদিক্কাদাভান (২০০৯)
  • গুরু এন আলু (২০০৯)
  • ইংগাল আসান (২০০৯)
  • আদাদা এন্না আজাগু (২০০৯)
  • কার্তিক অনিথা (২০০৯)
  • আইন্থাম পদাই (২০০৯)
  • থোরানাই (২০০৯)
  • পুধিয়া পায়ানাম (২০০৯)
  • মালাই মালাই (২০০৯)
  • পিনজু মনাসু (২০০৯)
  • সুরিয়ান সাট্টা কাল্লুরি (২০০৯)
  • নেত্রু পোল ইন্দ্রু ইলাই (২০০৯)
  • কুট্টি (২০১০)
  • থাইরিয়াম (২০১০)
  • ভীরাসেকারণ (২০১০)
  • গুরু শিষ্যান (২০১০)
  • পৌর্ণমি নাগাম (২০১০)
  • বালে পান্ডিয়া (২০১০)
  • উত্তমা পুতিরান (২০১০)
  • আদুথাথু (২০১১)
  • কাজুগু (২০১২)
  • থাদাইয়ারা থাক্কা (২০১২)
  • চারুলাথা (২০১২)
  • পরাসিগা মান্নান (২০১২)
  • এধির নিচল (২০১৩)
  • নান রাজাভাগা পগিরেন (২০১৩)
  • সোনা পুরিয়াথু (২০১৩)
  • চিত্রাইয়িল নিলাচোরু (২০১৩)
  • ইয়ায়া (২০১৩)
  • কান্থা (২০১৩)
  • ভানাক্কাম চেন্নাই (২০১৩)
  • ইংগু কাধাল কাট্রুথারাপাদুম (২০১৩)
  • ইংগা এন্না সোল্লুথু (২০১৪)
  • ইধু কাধিরভেলান কাধাল (২০১৪)
  • নান সিগাপ্পু মানবান (২০১৪)
  • ভেট্ট্রি সেলভান (২০১৪)
  • অরণমানাই (২০১৪)
  • কায়াল (২০১৪)
  • কিল্লাদি (২০১৫)
  • সোনা পোচু (২০১৫)
  • মুনে মুনে ভার্থাই (২০১৫)
  • ইয়াচ্চান (২০১৫)
  • কালাই ভেন্ধান (২০১৫)
  • সৌকারপেট্টাই (২০১৬)
  • আসি (২০১৬)
  • থিরাইক্কু ভারাধা কাধাই (২০১৬)
  • কাঠথি সান্দাই (২০১৬)
  • এন্না থাভাম সিথেনো (২০১৮)
  • সন্দিমুনি (২০২০)

অন্যান্য ভাষার চলচ্চিত্র

[সম্পাদনা]
মালায়ালাম চলচ্চিত্র
[সম্পাদনা]
  • নোটবুক (২০০৬)
  • মানি রত্নম (২০১৪)
  • গার্লস (২০১৬)
তেলুগু চলচ্চিত্র
[সম্পাদনা]
  • সৌর্যাম (২০০৮)
  • পিস্তাহ (২০০৯)
  • নুভ্বেক্কাদুন্টে নেনাক্কাদুন্টা (২০১২)
কন্নড় চলচ্চিত্র
[সম্পাদনা]
  • বিষ্ণুভর্ধন (২০১১)

 

পুরস্কার

[সম্পাদনা]
বছর শিরোনাম
২০০৯ আনন্দ বিকাটন সিনেমা পুরস্কার - শ্রেষ্ঠ কৌতুকাভিনেত্রী - পদিকদাবন
২০১০ আনন্দ বিকাটন সিনেমা পুরস্কার - সেরা কৌতুকাভিনেত্রী - কুট্টি
২০১২ সেরা কৌতুকাভিনেতার জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার - পরসীগা মান্নান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Actress Harathi's husband Ganesh hospitalised after a car accident near Pattinapakkam, rejects the allegations that he fled away"The Times of India (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  2. Rangan, Baradwaj (১১ সেপ্টেম্বর ২০১৫)। "Yatchan: A well-crafted black comedy that isn't all it could have been"The Hindu 
  3. Kesavan, N. (২৬ জুন ২০১৬)। "Comediennes who made Tamil cinema bright"The Hindu 
  4. "TN Govt. announces Tamil Film Awards for six years"The Hindu। ১৪ জুলাই ২০১৭। 
  5. Rangan, Baradwaj (১১ সেপ্টেম্বর ২০১৫)। "Yatchan: A well-crafted black comedy that isn't all it could have been"The Hindu 
  6. "Bigg Boss Tamil: Aarthi and Julie fight on Day 1"The Times of India। ২৭ জুন ২০১৭। 
  7. "Ayngaran International"ayngaran.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]