আয়েশা বখশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়েশা বখশী
জন্ম (1981-07-04) ৪ জুলাই ১৯৮১ (বয়স ৪২)
জাতীয়তাপাকিস্তানি
শিক্ষাস্নাতকোত্তর (কমিউনিকেশন সায়েন্সে)
পেশাসংবাদ উপস্থাপক, সাংবাদিক
কর্মজীবন২০০৭ – বর্তমান
নিয়োগকারীজিএনএন
জিও টিভি
দাম্পত্য সঙ্গীআদনান আমিন (বি. ২০১২)[১]
আত্মীয়জিশান বখশী, সাংবাদিক (ভাই)

আয়েশা বখশী (জন্ম ৪ জুলাই ১৯৮১) একজন পাকিস্তানি টেলিভিশন সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক[২][৩] তিনি পাকিস্তানের টিভি নিউজ চ্যানেল জিও নিউজে কাজের জন্য পরিচিত।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আয়েশা বখশী পাকপত্তন জেলা, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।তিনি মিয়া মোহাম্মদ বখশী ও রুবিনা বখশীর কন্যা।তারা তিন ভাইবোন: দুই ভাই, জিশান বখশী ( ডন নিউজ লাহোরের সাথে যুক্ত একজন সাংবাদিক) এবং ওসমান বখশী এবং এক বোন সায়মা বখশী।বখশী সাহিওয়ালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলে শিক্ষা গ্রহণ করেন।পরে তিনি রাওয়ালপিন্ডির ফাতিমা জিন্নাহ মহিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং কমিউনিকেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বখশী ২০১২ সালের ফেব্রুয়ারিতে আদনান আমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

জিও নিউজে কাজ করার আগে বখশী আরি নিউজে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন।পরে, ২০০৭ সালের জানুয়ারিতে, আয়েশা জিও টেলিভিশনে যোগ দেন এবং বর্তমানে তিনি পাকিস্তানের জিও টিভির সিনিয়র নিউজকাস্টার।টেলিভিশনে উপস্থাপক হিসেবে তার প্রথম উপস্থিতি ছিল জিও-এর প্রোগ্রাম নাজিম হাজির হো-তে। তিনি ক্রাইসিস সেল, আজ কামরান খান কে সাথ, এবং লাকিন তাদের স্থায়ী উপস্থাপকের অনুপস্থিতিতে উপস্থাপনা করেছিলেন।২০১৫ সাল থেকে, তিনি টক শো নিউজ রুম উপস্থাপনা করেন এবং তিনি জিও নিউজে একটি নতুন টকশো রিপোর্ট কার্ড উপস্থাপনা শুরু করেন।[৫][৬] বর্তমানে তিনি জিএনএন (নিউজ চ্যানেল) এ কাজ করছেন। তিনি পাকিস্তানের মূলধারার মিডিয়ার সাংবাদিকদের একটি ১২ সদস্যের প্রতিনিধি দলের অংশ ছিলেন যারা ৪ জুলাই ২০১১-এ চীনের বেইজিং সফর করেছিলেন।

পুরস্কার[সম্পাদনা]

২০১২ এবং ২০১৪ সালে, তিনি ৩য় এবং ৪র্থ পাকিস্তান মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা নিউজকাস্টার (মহিলা) পুরস্কার জিতেছিলেন।তিনি ২০১৬ সালে "সেরা বর্তমান বিষয়ক সংবাদ-উপস্থাপক (মহিলা)" এবং ২০১৭ সালে আগাহি অ্যাওয়ার্ডস দ্বারা পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পুরস্কৃত পান।[৩][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TV anchor Ayesha Bakhsh ties the knot"Pakistan Today (newspaper)। ১৭ আগস্ট ২০১২। ১৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  2. "'Geo Network' to present sweet programmes for viewers on Eid"The News International (newspaper) (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  3. "43 journalists given Agahi awards"Dawn (newspaper) (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  4. Profile of Ayesha Bakhsh on Pakistan Herald.com website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ নভেম্বর ২০২১ তারিখে Retrieved 14 August 2021
  5. "IHC division bench allows Geo TV ICA"The News International (newspaper) (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  6. "IHC issues notices to TV anchor, analysts for 'ridiculing verdict' on Valentine's day"Dawn (newspaper) (ইংরেজি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  7. "Over 40 journalists receive Agahi Awards"Dawn (newspaper) (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে আয়েশা বখশী (ইংরেজি)