আয়হান শাহেনক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়হান শাহেনক
জন্ম(১৯২৯-০৬-১১)১১ জুন ১৯২৯
নিগদে, তুরস্ক
মৃত্যু৩ এপ্রিল ২০০১(2001-04-03) (বয়স ৭১)
ইস্তাম্বুল, তুরস্ক
সমাধিনিগদে, তুরস্ক
জাতীয়তাতুর্কি
মাতৃশিক্ষায়তনআঙ্কারা বিশ্ববিদ্যালয়
পেশাডগাস গ্রুপ এর প্রতিষ্ঠাতা
দাম্পত্য সঙ্গীডেনিজ শাহেনক
সন্তানফেরিট শাহেনক
ফিলিজ শাহেনক

আয়হান শাহেনক (১১ জুন ১৯২৯ - ১ এপ্রিল ২০০১) ছিলেন একজন তুর্কি ব্যবসায়ী এবং ডগাস গ্রুপের প্রতিষ্ঠাতা। [১]

ডগাস হোল্ডিং- এর বর্তমান চেয়ারম্যান ফেরিট শাহেনকের পিতা। ১৯৫০ সালে ডগাস হোল্ডিং প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বের কোম্পানির মাধ্যমে নির্মাণ, ব্যাংকিং, যোগাযোগ, পর্যটন, খাদ্য এবং স্বয়ংচালিত ক্ষেত্রে বিনিয়োগ করেছে।

১৯৯২ সালে তিনি তার নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যা শিক্ষার উন্নতিতে কাজ করে। শাহেনক ১ এপ্রিল, ২০০১ তারিখে হার্ট অ্যাটাকে মারা যান।

তার বাবার বংশের কিছু আত্মীয় তুরস্কের বাইরে আজারবাইজান, উজবেকিস্তান এবং ক্রিমিয়াতে বসবাস করছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kim Kimdir?� Biyografi Bankas� - FORSNET"। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]