আয়ন মেলনিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আয়ন এস. মেলনিক একজন রাশিয়ান ও সোভিয়েত সুরকার। জন্মঃ ১৯৩৫ সালের ১১ই অক্টোবর, মৃত্যুঃ২০১৮ সালের ১৫ নভেম্বর। তাঁর কাজসমূহ যেমনঃ গান, ঐকতান সংগীত, যান্ত্রিক সংগীত, সুর ইত্যাদি প্রামাণিক চলচ্চিত্রতে ব্যবহৃত হয়।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

আয়ন মেলনিক সাত বছর বয়সে তাঁর সংগীত শিক্ষা গ্রহণ শুরু করেন যখন তিনি ইউএসএসআর মিনিস্ট্রি অফ রেইলওয়ের শিশুদের ঐকতান সংগীত দলে যোগদান করেন।[২]) সেখানে তিনি তার প্রথম ডোমরা বাজান ও পরবর্তীতে অর্কেস্ট্রায় কন্সার্টমাস্টার হয়ে যান। [৩] উক্ত দলের সংগীত পরিচালক ছিলেন সায়মন অসিপোভিচ ড্যুনাভস্কি, একজন কিংবদন্তি সোভিয়েত যুগ সুরকার আইজ্যাক অসিপোভিচ ড্যুনাভস্কির ভাই।[৪] ১৯৪৮ সালে আইজ্যাক অসিপোভিচ মেলনিককে তরুন সুরকারদের সেমিনারে অংশগ্রহণ করার কথা জানান যা মূলত ইউএসএসআর ইউনিয়ন অফ কম্পোজার কর্তৃক আয়োজিত হয়েছিল। উক্ত সেমিনারে মেলনিক আইগর মিখাইলোভিচের কাছে সুরশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে আয়ন মেলনিক মস্কো স্টেট কন্সারভেটরির একটি কলেজে ও লেনিনগ্রাদ স্টেট কন্সারভেটরিতে সুরশিক্ষা চালিয়ে যান। তাঁর শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়ান গ্রিগরিভেইচ ক্রেইন, সার্জেই মিখাইলোভিচ স্লোনিমস্কি। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ион Мельник"Ion Melnik। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৭ 
  2. "дом культуры ЦДДЖ" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)дом культуры ЦДДЖ। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৭ 
  3. Шувалова, Л.। "Ион Мельник, композитор, дирижер…"Чайка/Seagull magazine। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৭ 
  4. "The House at Novo-Basmannaya Street"Net-Film - Russian Archive of Documentary Films and Newsreels। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৭