আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আম গবেষণা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)

আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্র (পূর্বে আম গবেষণা কেন্দ্র) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা কেন্দ্র। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত [১][২] এই প্রতিষ্ঠানটি উদ্যানতত্ত্ব বিভাগের অধীনে আম সংশ্লিষ্ট সকল ধরনের গবেষণা পরিচালনা করে থাকে। রাজশাহী শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় [৩][৪][৫] এর সদর দপ্তর অবস্থিত। [৬]

আম গবেষণা কেন্দ্রের মোট জমির পরিমাণ ৩০.৬ একর বা ১২.৪০ হেক্টর। এই জমির উপর রয়েছে ফলের বাগান, অফিস, গবেষণাগার, আবাসিক ভবন এবং ৬৫ জাতের প্রায় ৩০০ আমগাছ। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আম চাষের উপর বিস্তর গবেষণা পরিচালনার মাধ্যমে আমের জাতিগত উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি করা। ২০০১ সালে এখানে ১৪ জন বিজ্ঞানী গবেষণার কাজ করতেন। পরে বিজ্ঞানীর পদের সংখ্যা কমিয়ে করা হয় ১০। [৭] প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার সহযোগী হিসেবে আরও ৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আম গবেষণা কেন্দ্র - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "পক্বতা পেল না গবেষণার একমাত্র প্রতিষ্ঠানটি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  3. "মাত্র দু'জন বিজ্ঞানী দিয়ে চলছে চাঁপাইয়ের আম গবেষণা কেন্দ্র"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। ১৯৭০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  4. "চাঁপাইনবাবগঞ্জে নতুন তিন জাতের আম উদ্ভাবন"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  5. টেলিভিশন, Ekushey TV | একুশে। "নতুন জাতের রঙিন আমের অনুমোদন (ভিডিও)"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  6. "আম গবেষণা কেন্দ্রটি কোথায়?"www.fozli.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  7. নিউজ, শেয়ার বিজ। "জনবল সংকটে স্থবির আম গবেষণা কার্যক্রম"শেয়ার বিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮