বিষয়বস্তুতে চলুন

আমজাদ হোসেন সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমজাদ হোসেন সরকার
নীলফামারী-৪ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) []
কাজের মেয়াদ
২০০১ – ২০০৬
প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ ফেব্রুয়ারি ১৯৫৮
সৈয়দপুর, নীলফামারী জেলা
মৃত্যু১৪ জানুয়ারি ২০২১(2021-01-14) (বয়স ৬২)
ঢাকা বিশেষায়িত হাসপাতাল
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তান১ জন (পুত্র)
জীবিকারাজনীতিবিদ

আমজাদ হোসেন সরকার বাংলাদেশের নীলফামারী জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ আংশিক) আসনে চারদলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আমজাদ হোসেন সরকার ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন। একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।[][]

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমজাদ হোসেন সরকার ও সংগীতশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন দেয়া হয়েছিল। পরে আমজাদ হোসেন সরকারকে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কিন্তু তার প্রার্থিতা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। ফলে তিনি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নি। ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রতীকে মনোনয়ন ক্রয় করলেও দলীয়ভাবে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি, পরবর্তীতে তিনি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছিলেন।

ডায়াবেটিকস ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ৩০ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন সরকার। সেখানে তৃতীয় দফায় তাঁর করোনা পজিটিভ আসে। ১৪ জানুয়ারি ২০২১ সালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][][][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "নীলফামারী-৪ আসন পুনরুদ্ধারে বিএনপির মনোনয়ন চান আমজাদ সরকার"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  4. "নীলফামারী-৪ আসন বিএনপির আমজাদ হোসেন সরকারের"www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  5. "নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২০১৯-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  6. "নীলফামারী-৪ : বিএনপির প্রার্থী নেই, হতাশ কর্মী-সমর্থকরা"www.bhorerkagoj.com। ২০১৯-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  7. "নীলফামারী ৪: মহাজোটের প্রত্যাশা হ্যাটট্রিক জয়, আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি | সারাদেশ"ইত্তফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

অষ্টম জাতীয় সংসদ সদস্যদের তালিকা