আব্বাস আলী (ক্রিকেটার)
অবয়ব
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সৈয়দ আব্বাস আলী |
জন্ম | ইন্দোর, মধ্যপ্রদেশ, ভারত | ২০ ফেব্রুয়ারি ১৯৭৬
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
ভূমিকা | ব্যাটসম্যান |
সৈয়দ আব্বাস আলী (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৭৬, ইন্দোর) একজন প্রাক্তন ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার। তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান।
আলী ১৯৯৬/৯৭ সালে অভিষিক্ত হন এবং পরের মৌসুমে তার ক্যারিয়ার সেরা ২৫১ রান করেন। এটি তখন মধ্যপ্রদেশের সেরা ইনিংসের রেকর্ডভুক্ত হয়েছিল। পরবর্তীতে দুই বছর পর জয় যাদব এক ইনিংসে ২৬৫ রান করে রেকর্ডটি ভেঙ্গে দেন। আলি ইন্ডিয়ান ক্রিকেট লীগে দিল্লি জায়ান্টসের হয়ে খেলেছেন। তিনি আইসিএল ইন্ডিয়া একাদশের হয়েও খেলেছেন।
তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুশতাক আলীর নাতি।[১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে আব্বাস আলী (ইংরেজি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মহেশ্বরী, সিদ্ধান্ত। "Mushtaq Ali Profile - ICC Ranking, Age, Career Info & Stats"। ক্রিকবাজ।