আব্দুল রেহমান জিলানি দেহলভী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল রেহমান জিলানি দেহলভী
ব্যক্তিগত তথ্য
জন্ম১৬১৫ (1615) [1024 H]
হামা, সিরিয়া
মৃত্যু১৬৭৭ (বয়স ৬১–৬২) [1088 H]
ধর্মইসলাম
মুসলিম নেতা
ভিত্তিকদিল্লী
পূর্বসূরীসৈয়দ আব্দুল জলিল
উত্তরসূরীসুলতান বাহু এবং অন্যান্য

সৈয়দ আব্দুল রেহমান জিলানী দেহলভি (উর্দু: سیّد عبد الرحمن جیلانی دہلوی‎‎) ছিলেন ভারতীয় উপমহাদেশের কাদরী সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য সুফি সাধক। তার পূর্বসূরীদের মধ্যে আবদুল কাদির জিলানী ছিলেন। যিনি কাদরী সিলসিলার সূচনা করেছিলেন। দিল্লিতে সিলসিলা প্রতিষ্ঠায় তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।

জীবনী[সম্পাদনা]

সৈয়দ আবদুল রেহমান জিলানী ১০২৪ হিজরিতে (১৬১৫ খ্রিস্টাব্দ) সিরিয়ার হামায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৈয়দ আবদুল কাদিরের পুত্র ছিলেন, যিনি নিজেই একজন দরবেশ ছিলেন। তাঁর কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। ৩৫ বছর বয়সে তিনি তিন বছরের জন্য বাগদাদে আবদুল কাদির জিলানির দরগাতে থাকতে শুরু করেন। মঙ্গলবার ১৩ ধু আল-কিয়াদাহ ১০৬২ হিজরী (১৫ অক্টোবর ১৬৫২ খ্রিস্টাব্দ)। মুুুঘল সম্রাট শাহ জাহানের সময়ে তিনি সৈয়দ আবদুল জালিলের সাথে দেখা করতে ভারতে গিয়েছিলেন।[১] তিনি ১০ ধূ আল- হিজজা ১০৬২ হিজরিতে (১০ নভেম্বর ১৬৫২ খ্রিস্টাব্দ) বায়‘আত গ্রহণ করেন এবং ৯ সফর ১০৬৩ হিজরিতে (৮ জানুয়ারী ১৬৫৩ খ্রি) দিল্লিতে চলে যান। এখানে তিনি নিজেই অবস্থান করেন এবং খানকাহ প্রতিষ্ঠা করেন। এখানেই তাঁর মাজার নির্মিত হয়েছে। পাশাপাশি শাহ আবদুল রেহমান মসজিদ নামে একটি মসজিদও নির্মিত হয়েছে। বর্তমান সদর স্টেশন এবং মুসলিম ওয়াকফ বোর্ডের কোয়ার্টারগুলি তাঁর জমিতে নির্মিত।[২]

৪১ বছর বয়সে সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী জিলানী সাদাতাসের সৈয়দা জাহিদার সাথে বিবাহ করেন এবং তার দুই পুত্র ছিল: সৈয়দ তাজ-উল-আরিফীন এবং সৈয়দ আবদুল আজিজ। ১০৭৫ সালে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সৈয়দ তাজ-উল-আরিফিন মারা যান। সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী নাম প্রকাশ না করার মতো জীবন যাপন করেছিলেন কোনরকম খ্যাতি বা দিল্লির সুলতানি রাজদরবারের দিকে মনোযোগ না দিয়ে।

তিনি দিল্লিতে থেকে মানুষকে আধ্যাত্মিকভাবে উপকৃত করেছিলেন। এমন কোন প্রমাণ পাওয়া যায়নি যাতে বলা যায় তিনি দিল্লির বাইরে গেছিলেন। তাঁকে কাইম মাকাম ফকির হিসাবেও অভিহিত করা হয়। তাঁর শিক্ষা তাঁর বংশধরদের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। যেমন তাঁর মহান নাতি সৈয়দ আবদুল্লাহ শাহ মাদানী জিলানী, পাকিস্তানের বাহাওয়ালপুর জেলা আহমদপুর শারকিয়ায় করেছিলেন । সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী মোগল সম্রাট আলমগীরের রাজত্বকালে ২১ রমজান ১০৮৮ হিজরিতে (১ নভেম্বর ১৬৭৭ খ্রি।) মৃত্যুবরণ করেন। তাঁর মাজারটি দিল্লিতে অবস্থিত এবং খলিফাহ সৈয়দ মোহাম্মদ সিদ্দিক তাঁর মাজারের প্রথম তত্ত্বাবধায়ক ছিলেন।[৩]

পৈতৃক বংশ[সম্পাদনা]

সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী আবদুল কাদির জিলানির শিষ্য ছিল।[৪] সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী সৈয়দ আবদুল কাদিরের পুত্র শরফ-উদ-দ্বীনের সৈয়দ আহমেদের পুত্র আল্লা-উদ-সানির পুত্র। সৈয়দ শাহাব-উদ্দিন সানির শরফ-উদ-দ্বীন কাসিমের ছেলে মোঃ-উদ-দ্বীন ইয়াহিয়া, বদর-উদ-দ্বীন হুসেনের ছেলে আল্লা-উদ-দ্বীন, শামস-উদ-দ্বীনের পুত্র সাইফ-উদ্দিনের পুত্র। উদ-দ্বীন ইয়াহইয়া জহির-উদ-দ্বীনের পুত্র আবী নসরের পুত্র আবু সালেহ নাসারের পুত্র সৈয়দ আবদুল রাজ্জাক জিলানী আব্দুল কাদির জিলানির পুত্র।[৫]

আধ্যাত্মিক বংশ[সম্পাদনা]

ফকরের সাধু বংশটি এইভাবেই আবদুল কাদির জিলানী থেকে সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভীতে পৌঁছেছে।[৬]

  1. মুহাম্মদ
  2. 'আল ইবনে আবু আলিব
  3. আল-আসান আল-বারিয়া
  4. হাবিব আল আজামী
  5. দাউদ তাই
  6. মারুফ কার্খি
  7. সিরিরি সাকতি
  8. জুনাইদ বাগদাদি
  9. আবু বকর শিবলি
  10. আবদুল আজিজ বিন হারস বিন আসাদ ইয়ামেনি তামিমি
  11. আবু আল ফজল আবদুল ওয়াহিদ ইয়ামেনি তামিমী
  12. মোহাম্মদ ইউসুফ আবু আল-ফারাহ তারতুসি
  13. আবু-আল-হাসান আলী বিন মোহাম্মদ কুরেশী হানকারি
  14. আবু সাইদ মোবারক মখজুমী
  15. আবদুল কাদির জিলানী
  16. সৈয়দ আবদুল রাজ্জাক জিলানী
  17. সৈয়দ আবদুল জব্বার জিলানী
  18. সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া সাদিক জিলানী
  19. সৈয়দ নাজম-উদ-দ্বীন বুরহান পুরী
  20. সৈয়দ আবদুল ফাত্তাহ
  21. সৈয়দ আবদুল সাত্তার
  22. সৈয়দ আবদুল বাক্বা
  23. সৈয়দ আবদুল জালিল
  24. সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী

শিক্ষার্থীরা[সম্পাদনা]

সুলতান বাহু ছিলেন সৈয়দ আবদুল রেহমান জিলানির খলিফা-ই-আকবার (পূর্ববর্তী আধ্যাত্মিক উত্তরসূরি)। খলিফা-ই-আসগর (পরবর্তী আধ্যাত্মিক উত্তরসূরি) শাহ শাহ হাবিব আল্লাহ কাদরী এবং সৈয়দ মোহাম্মদ সিদ্দিককে অন্তর্ভুক্ত করেছিলেন, যিনি তাঁর মাজারের প্রথম তত্ত্বাবধায়ক ছিলেন এবং তাঁর কোন সন্তান ছিল না।[৭] আবদুল রেহমান জিলানী ছিলেন সুলতান বাহুর মুর্শিদ, কাদরী পরিবারের একজন পীর, পাশাপাশি ওহী প্রাপ্ত লোক।

[৮]

কাদরী সিলসিলা[সম্পাদনা]

সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভী কাদরী সিলসিলা প্রতিষ্ঠাতা আবদুল কাদির জিলানির পরে কাদরী সিলসিলার অন্যতম স্বীকৃত সুফি।[৯]

কাদরী সিলসিলা সরোয়ারী কাদরি সম্প্রদায় গঠনের জন্য সুলতান বাহুর সাথে শাখা করেন। এর শিষ্যরা তাদের নামে সরোয়ারি কাদরীকে যুক্ত করতে শুরু করেছিলেন। অনেক সূফী মুরীদ এবং বংশধররা এই সিলসিলা থেকে বিখ্যাত হয়েছিলেন।[১০]

উরশ[সম্পাদনা]

সৈয়দ আবদুল রেহমান জিলানীর উরস দীর্ঘকাল থেকে একুুুশে রমজানে অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপিত হচ্ছে। সৈয়দ আবদুল রেহমান জিলানী দেহলভির মাজারটি পুরাতন দিল্লি ৬ তে অবস্থিত। যা লাহোর দরওয়াজার নিকটে সদর রেলওয়ে স্টেশন, রেলওয়ে কলোনী, মুসলিম ওয়াকফ বোর্ড কোয়ার্টার, দিল্লি -6, ভারতে অবস্থিত।[১১]

আরও পড়ুন[সম্পাদনা]

  • ডঃ গোলাম ইয়াহিয়া আনজুম রচিত "তারেখ মশাইখ কাদরিয়া খণ্ড তৃতীয়"; কুতব খান আমজাদিয়া 425 মাতিয়া মহল জামে মসজিদ, দিল্লি -6, ভারত, 2002
  • মাজারআতে এ আউলিয়া-ই-দিল্লি, শাহ আলম আফ্রিদি রচনা; 1922, দিল্লি, ভারত।
  • ডাঃ হিফজ-উর-রেহমান সিদ্দিকী রচিত মাজারআতে-এ-আউলিয়া-ই-দিল্লি ; 2006, ফরিদ বুক ডিপো (প্রাঃ) লিমিটেড, পতৌদি হাউস দরিয়া গুঞ্জ, নয়াদিল্লি -২, ভারত।
  • রেহনুমা-ই-মাজারাত দিল্লি শরীফ, মোহাম্মদ অসীম আল-কাদরি সুনভালি রচনা; মুহাম্মদী বুক ডিপো, ৫২৩ ওয়াহেদ কুটব মার্কেট মাটিয়া মহল জামাই মসজিদ, দিল্লি-6, ভারত, 2007।
  • মনাকিব-ই-সুলতানি, সুলতান হামিদ; আল্লাহ ওলো কি কওমি দুকান, 1998।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Yahya Anjum, Dr Ghulam, 2002, Tareekh Mashaikh Qadria Vol III, Kutb Khana Amjadia 425 Matia Mahal Jama Mosque, Delhi-6, India, p.p. 258
  2. "Syed Abdul Rehman Jilani Dehlvi - Biography" 
  3. Sult̤ān Mohammad Najib-ur-Rehman। Sultan Bahoo: The Life and Teachings। Sultan-ul-Faqr Publications। আইএসবিএন 978-9-699-79518-3 
  4. Afridi, Shah Alam, 1922, Mazaraat-e-Auliya-e-Delhi, Delhi-6, India
  5. Mohammad Najib-ur-Rehman, Hazrat Sakhi Sultan (২০১২)। Sawane Hayat Syed Abdullah Shah Madni Jilani: A biography of Syed Abdullah Shah Madni JilaniSultan-ul-Faqr Publications Regd.আইএসবিএন 9789699795022 
  6. Sult̤ān Bāhū (১৯৯৮)। Death Before Dying: The Sufi Poems of Sultan Bahu। University of California Press। আইএসবিএন 978-0-520-92046-0 
  7. N. Hanif। Biographical Encyclopedia of Sufis। Sarup & Sons। আইএসবিএন 978-8-176-25087-0 
  8. Rehnuma-e-Mazaraat Delhi, Mohammad Asim-ul-Qadri Sanbhli, Mohammad Book Depot, 2007, Old Delhi India
  9. Siddiqui, Dr Hifz-ur-Rehman, 2006, Mazaraat-e-Auliya-e-Delhi, Farid Book Depot (Pvt) Ltd, Pataudi House Darya Gunj, New Delhi-2, India, p.p. 157
  10. Sunbhli, Mohammad Asim Al-Qadri, 2007, Rehnuma-e-Mazaraat Delhi Sharif, Muhammadi Book Depot, 523 Waheed Kutb Market Matia Mahal Jamai Mosque, Delhi-6, India, p.p. 284
  11. Manuscript of Syed Abdul Rehman Jilani Dehlvi, Syed Saleem-uz-Zaman Hashmi, 2010