আব্দুল্লাহ ইবনে খতল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল্লাহ ইবনে খাতল
জন্ম
মৃত্যু৬২৯ খ্রিস্টাব্দ
মৃত্যুর কারণনবী মুহাম্মদ কর্তৃক মৃত্যুদণ্ড
সমাধিমক্কা
জাতীয়তাআরবী
অন্যান্য নামআব্দুল্লাহ
পেশা
  • করসংগ্রাহক
  • কোরআন লেখক
  • ধর্মপ্রচারক
কর্মজীবন৭ম শতাব্দী
পরিচিতির কারণইসলাম ও মুহাম্মাদের বিরোধিতা

আবদুল্লাহ ইবনে খাতল (অজ্ঞাত - ৬২৯ খ্রিস্টাব্দ) একজন মুসলিম কর আদায়কারী ছিলেন। তিনি ধর্মীয় কারণে ধর্মপ্রচারক রূপে মক্কা ত্যাগ করেছিলেন। বিজয়ী মুসলমানদের পক্ষ হতে মদিনা রাজ্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ করার অভিযোগ আনা হয় তার নামে। মক্কার অভিযুক্ত ১২ জন বাসিন্দার মধ্যে একজনকেও দায়মুক্তি না মঞ্জুর করার আদেশে মক্কা বিজয়ের পরেই তাকে হত্যা করা হয়েছিল।

কথিত আছে যে তিনি মক্কার কাবার পর্দা ঝুলিয়েছিলেন, সেখানে তিনি আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কাবা ঘরে প্রবেশের আগে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Anas (২৮ অক্টোবর ২০১৩)। Al-Muwatta Of Iman Malik Ibn Ana। Routledge। পৃষ্ঠা 171–। আইএসবিএন 978-1-136-15098-2 
  2. সহীহ বুখারী, ৫:৫৯:৫৮২ (ইংরেজি)