আবেদিন (খাদ)

স্থানাঙ্ক: ৬১°৪২′ উত্তর ১০°১২′ পশ্চিম / ৬১.৭° উত্তর ১০.২° পশ্চিম / 61.7; -10.2
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবেদিন
মেসেঞ্জার থেকে তোলা আবেদিনের অভ্যন্তরের মোজাইক
গ্রহবুধ গ্রহ
স্থানাঙ্ক৬১°৪২′ উত্তর ১০°১২′ পশ্চিম / ৬১.৭° উত্তর ১০.২° পশ্চিম / 61.7; -10.2
ব্যাস১১৬.২৩ কি.মি.
পরিচয়জ্ঞাপকজয়নুল আবেদিন
আবেদিন জ্বালামুখের রঙিন চিত্র

আবেদিন সৌরজগৎের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ বুধের অন্যতম অভিঘাত খাদইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক ৯ জুলাই, ২০০৯ তারিখে বিখ্যাত বাঙালী চিত্রশিল্পী জয়নুল আবেদিনের মানবসভ্যতার মানবিক মূল্যবোধ ও উপলদ্ধিকে গভীরতর করার প্রেক্ষিতে, তার নামে এ খাদের নামকরণ করা হয়েছে।[১] বুধ গ্রহের অধিকাংশ বিষয়াবলীই বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীদের নামানুসারে রাখা হয়েছে।

গঠন প্রক্রিয়া[সম্পাদনা]

মেসেঞ্জার মহাকাশযান থেকে প্রাপ্ত চিত্রে এ খাদটির আয়তন ৬৮ মাইল প্রস্থের।[২] মসৃণ মেঝে, দেয়ালাকৃতির সোপান ও কেন্দ্রস্থলের উচ্চতাযুক্ত এই খাদে জটিল খাদের বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়। খুব সম্ভবতঃ প্রারম্ভিক প্রভাব থেকে নিক্ষিপ্ত ধ্বংসাবশেষের আঘাতে থেকে ছোট ছোট খাদগুলি সৃষ্টি হয়েছে। আবেদিনের উত্তর-পশ্চিম অংশের ক্রমাগত নিক্ষিপ্ত ধ্বংসাবশেষে, খাদের প্রান্ত সংলগ্ন বাদ-বাকী উপাদানের তুলনায় নিম্নমূখী প্রতিফলন ঘটেছে বলে মনে হয়। এ ছাঁচের কারণে ধারণা করা হয় কৃষ্ণবর্ণাকৃতির উপাদানগুলো, প্রাক-সংঘর্ষকালীন সৃষ্ট মূল এলাকার উত্তর-পশ্চিম অংশের কিছু গভীরতম তলদেশে অবস্থান করছে। খাদ গঠনকালে এর খননকার্য ও পুণঃস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।[৩]

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gazetteer of Planetary Nomenclature"প্লানেটারিনেমস (ইংরেজি ভাষায়)। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ। ৭ মার্চ ২০১১। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬ 
  2. "All About Abedin" [আবেদন জালামুখ সম্পর্কে]। লাইটসইনদ্যডার্ক.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৬ 
  3. "Archived copy" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১৭