আবু সাইয়িদ
অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ | |
---|---|
![]() ১৯৯৬ সালে অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ | |
তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ | |
কাজের মেয়াদ ২৩ জুন ১৯৯৬ – ১৬ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | নাজমুল হুদা |
উত্তরসূরী | এম শামসুল ইসলাম |
পাবনা-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
প্রধানমন্ত্রী | শেখ মুজিবর রহমান |
পাবনা-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১৬ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | মনজুর কাদের |
উত্তরসূরী | মতিউর রহমান নিজামী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বৃশালিখা গ্রাম, বেড়া উপজেলা, পাবনা জেলা , বাংলাদেশ | ১ নভেম্বর ১৯৪৫
রাজনৈতিক দল | গণফোরাম বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবনা এডওয়ার্ড কলেজ |
আবু সাইয়িদ (জন্ম: ১ নভেম্বর ১৯৪৫) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি পাবনা-৮ ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
আবু সাইয়িদ ১ নভেম্বর ১৯৪৫ সালে পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন তার পিএইচডি গবেষণার বিষয় ছিল "ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ: এ ডিপলোমেটিক ওয়ার" (বাংলাদেশের স্বাধীনতা: একটি কূটনৈতিক যুদ্ধ)।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাকসু ভিপি ছিলেন। তিনি ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরে উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।[৩]
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।[১] ১৯৭৫ সালে তিনি শেখ মুজিবুর রহমানের বাকশাল সরকার কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন।
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদে তিনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী হিসেবে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে পাবনা-১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।[৪]
গ্রন্থ
আবু সাইয়িদ বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড
- বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ
- মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি
- মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা
- সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম
- যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ
- বাংলাদেশ থ্রেট অব ওয়ার
- মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর
- বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ
তথ্যসূত্র
- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "Prof Abu Sayeed attains PhD"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১০।
- ↑ "আবু সাইয়িদ, আসন নং: ৬৮, পাবনা-১"। দৈনিক প্রথম আলো। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০।
- জীবিত ব্যক্তি
- ১৯৪৫-এ জন্ম
- পাবনা জেলার রাজনীতিবিদ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী
- গণফোরামের রাজনীতিবিদ
- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- সপ্তম জাতীয় সংসদ সদস্য
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তিবর্গ