আবুল হাসেম (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
আবুল হাসেম নামটি নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারেঃ
- আবুল হাসেম, বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আবুল হাসেম (বীর প্রতীক), বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আবুল হাসেম (ময়মনসিংহের রাজনীতিবিদ), মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন ময়মনসিংহ-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন।
আরও দেখুন
[সম্পাদনা]- আবুল হাশেম (দ্ব্যর্থতা নিরসন) –দ্ব্যর্থতা নিরসন পাতা।
- আবুল হাশেম খান (দ্ব্যর্থতা নিরসন) –দ্ব্যর্থতা নিরসন পাতা।
- আবুল হাশিম –রাজনীতিবিদ ও ইসলামি চিন্তাবিদ ছিলেন।
- মোহাম্মদ আবুল হাসেম, বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ আবুল হাশেম –বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি একুশে পদক-এ ভূষিত হন।