আফগানিস্তানে ধর্মহীনতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিউম্যানিস্টস ইন্টারন্যাশনালের (এইচআই) একটি গবেষণা অনুসারে, আফগানিস্তান বিশ্বের সাতটি দেশের মধ্যে একটি (অন্য ছয়টি হচ্ছে ইরান, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং সুদান) যেখানে নাস্তিক বা ধর্মান্তরিত হলে মৃত্যুদণ্ড হতে পারে।[১] ২০১২ সালের ধর্মহীনতা ও নাস্তিকতাবাদের উইন-গ্যালপ গ্লোবাল ইনডেক্সের প্রতিবেদন অনুসারে, আফগানিস্তান সেই সব দেশের মধ্যে স্থান পেয়েছে যেখানে মানুষ নাস্তিক বলে স্বীকার করার সম্ভাবনা সবচেয়ে কম।[২]

মুসলমানদের দ্বারা নির্যাতন[সম্পাদনা]

আফগানিস্তানের শরিয়ত আইনে ধর্মত্যাগ একটি অপরাধ, ধর্মত্যাগীদের দয়ার চোখে দেখা যায় না।[৩] নাস্তিকসহ ধর্মত্যাগীদের নিরাপদ বলে মনে করা হয় যদি তারা মুসলিম হিসেবে বড় হয় এবং তাদের বিশ্বাসকে জনসমক্ষে প্রকাশ না করে। ধর্মত্যাগীরা সাধারণত তাদের পরিবারের দ্বারাও অস্বীকৃত হয়। ধর্মত্যাগ এবং নাস্তিকতায় ধর্মান্তরিত হওয়ার ফলে আফগানিস্তানের ইসলামিক আইন ব্যবস্থায় মৃত্যুদণ্ড রয়েছে। গণপিটুনিও ঘটে বলে জানা গেছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Atheists around world suffer persecution, discrimination: report"Reuters। ৯ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  2. "Global Index Of Religion And Atheism" (পিডিএফ)। WIN-Gallup। ১৬ অক্টোবর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. BBC News, "Afghanistan treads religious tightrope", quote: "Others point out that no one has been executed for apostasy in Afghanistan even under the Taleban ... two Afghan editors accused of blasphemy both faced the death sentence, but one claimed asylum abroad and the other was freed after a short spell in jail."
  4. Dawood Azami (১৪ জানুয়ারি ২০১৪)। "Controversy of apostasy in Afghanistan"BBC News। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪