বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক দমকলকর্মী দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক দমকলকর্মী দিবসের প্রতীক, লাল এবং নীল ফিতা

প্রতি বছর ৪ মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক দমকল কর্মী দিবস বা আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস। অগ্নিনির্বাপকদের নিঃস্বার্থতা, সাহসিকতা এবং নিষ্ঠার প্রতীক হিসেবে সকলকে শ্রদ্ধা জানাতে আহ্বান জানানো হয় এই দিনে। তারা আমাদের জীবন, প্রিয়জন, বাড়িঘর, এমনকি বন ও শহরগুলিকে বাঁচাতে প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তাই এদের যথাযথ সম্মান ও ধন্যবাদ জানানো হয় এই দিনে। এই দিনটি বিশ্বের অগ্নিনির্বাপক কর্মীদের আমাদের সম্প্রদায়গুলিকে সুরক্ষিত রাখার জন্য তাদের সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানানোর একটি উপায় হিসেবে কাজ করে।[][]

প্রস্তাব ও প্রতিষ্ঠা

[সম্পাদনা]

১৯৯৮ সালের ২ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার লিন্টন থেকে দাবানল নিয়ন্ত্রণে অন্যান্য অগ্নিনির্বাপকদের সাহায্যের আহ্বানে সাড়া দিয়ে জিলং ওয়েস্ট ফায়ার ব্রিগেডের অগ্নিনির্বাপক কর্মীরা সাড়া দেন। ঠান্ডা বাতাসের কারণে হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে জলের ট্যাঙ্কটি পুনরায় পূরণ করার পথে আগুনে পুড়ে যায়। ফলস্বরূপ, জিলং ওয়েস্টের পাঁচজন অগ্নিনির্বাপক নিহত হন: গ্যারি ভ্রেডেভেল্ট, ক্রিস্টোফার ইভান্স, স্টুয়ার্ট ডেভিডসন, জেসন থমাস এবং ম্যাথিউ আর্মস্ট্রং। এই ঘটনার স্মৃতিতে আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবসের সূচনা হয। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অগ্নি নির্বাপকদের সাহসিকতা"। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫ 
  2. "আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস"। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫ 
  3. Diamantes, David. Fire Prevention: Inspection and Code Enforcement. 3rd ed. Cliffton Park, NY: Thomson Delmar Learning, 2007. Print