আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস থেকে পুনর্নির্দেশিত)
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস
দক্ষিণ গোলার্ধে ওজোনস্তরের ক্ষয় (১৯৫৭-২০০১)
ধরনআন্তর্জাতিক
তারিখ১৬ সেপ্টেম্বর
পরবর্তী আয়োজন১৬ সেপ্টেম্বর ২০২৪
সংঘটনবার্ষিক
সম্পর্কিতওজোন স্তর

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস প্রতি বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত একটি সচেতনতা দিবস। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে ১৯৯৪ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।[১]

প্রটোকল স্বাক্ষরিত হওয়ার ৩০ বছর পরে ওজোন স্তর ক্ষয়ের সমাপ্তি লক্ষ্য করা গেছে। তবে ওজোন ক্ষয়ের জন্য দায়ী গ্যাসগুলির প্রকৃতির কারণে, এগুলির রাসায়নিক প্রভাব আরও ৫০ থেকে ১০০ বছর অব্যাহত থাকবে বলে মনে করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ozone treaties 'inspiring examples' of political will, UN chief says on International Day"জাতিসংঘ সংবাদ (ইংরেজি ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০২০। 
  2. কুপার, ডানি (৩০ জুন ২০১৬)। "Hole in the ozone layer is finally 'healing'"www.abc.net.au (ইংরেজি ভাষায়)। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০