আনোয়ার উল হক মুজাহিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনোয়ার উল হক মুজাহিদ (জন্ম ১৯ 19,, নানগারাহর প্রদেশ ) [১] নিহত আফগান জঙ্গি নেতা এবং মোহাম্মদ ইউনিস খালিসের হিজব-ই-ইসলামী খালিসের প্রতিষ্ঠাতা । ২০০৬ সালে খলিস মারা গেলে তার পুত্র সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন,[২] তবে পরে তা <i>তোরা বোরা মিলিটারি ফ্রন্টে</i> স্থানান্তরিত হয়। ২০০৯ সালের জুনে পেশোয়ারে একটি অভিযানের সময় তাকে আইএসআই দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল [৩] এবং পরে ২০১২ সালে তাকে অবরুদ্ধ করা হয়েছিল। ২০১৬ সালের ২২ আগস্ট তালিবানের একজন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা করেছিলেন যে আনোয়ার উল হক নতুন তালেবান আমির, হিবাতুল্লাহ আখুন্দজাদাকে আনুগত্যের প্রতিশ্রুতি করেছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mujahid, Anwar ul Haq"। Afghan Bios। 
  2. Hizb-i-Islami Khalis (HIK) [Malawi Khalis] GlobalSecurity.org
  3. "Report: Tora Bora Front leader captured in Peshawar"। Long War Journal। ৭ জুন ২০০৯। 
  4. "Influential Taliban commander pledges to new emir"। Long War Journal। ২২ আগস্ট ২০১৬।