আনন্দময়ী কালী মন্দির, ফান্দাউক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনন্দময়ী কালী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাব্রাহ্মণবাড়িয়া
অবস্থান
অবস্থানফান্দাউক বাজার কালী মন্দির রোড, নাসিরনগর
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৩০১ বঙ্গাব্দ

আনন্দময়ী কালী মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসির নগর উপজেলার, ফান্দাউক বাজারে কালী মন্দির রোডে অবস্থিত।[১]

গুরুত্ব[সম্পাদনা]

আনন্দময়ী কালী হলো দেবী আদ্যাশক্তি মহামায়া রূপবিশেষ। বিশ্বাসমতে, তিনি খুবই জাগ্রত।

ইতিহাস[সম্পাদনা]

জনশ্রুতি মতে, প্রায় ১০০ বছর পূর্বে আনন্দময়ী কালী দেবীর এই স্থানে অলৌকিকভাবে প্রকাশ ঘটে।

মূর্তি[সম্পাদনা]

আনন্দময়ী কালী মন্দিরের বর্তমান মূর্তিটি কষ্টিপাথরের তৈরি। মূর্তির পায়ের নিচে একটি শ্বেতপাথরের শিব মূর্তি রয়েছে।

পূজা[সম্পাদনা]

শ্যামাপুজো এই মন্দিরের প্রধান উৎসব। প্রতিদিন ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বর্তমানে প্রধান পূজারী হলেন প্রশাম্ত ভট্টাচার্য। ভক্তরা এই মন্দিরে মানতও করেন। শ্যামাপুজোদূর্গা পূজা এই মন্দিরের সবথেকে বড় উৎসব। আগে দূর্গা পুজোয় অনেক ছাগবলি হত। এখন বলির সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]