আনন্দময়ী কালী মন্দির, ফান্দাউক
আনন্দময়ী কালী মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
অবস্থান | |
অবস্থান | ফান্দাউক বাজার কালী মন্দির রোড, নাসিরনগর |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
প্রতিষ্ঠার তারিখ | ১৩০১ বঙ্গাব্দ |
আনন্দময়ী কালী মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসির নগর উপজেলার, ফান্দাউক বাজারে কালী মন্দির রোডে অবস্থিত।[১]
গুরুত্ব[সম্পাদনা]
আনন্দময়ী কালী হলো দেবী আদ্যাশক্তি মহামায়া রূপবিশেষ। বিশ্বাসমতে, তিনি খুবই জাগ্রত।
ইতিহাস[সম্পাদনা]
জনশ্রুতি মতে, প্রায় ১০০ বছর পূর্বে আনন্দময়ী কালী দেবীর এই স্থানে অলৌকিকভাবে প্রকাশ ঘটে।
মূর্তি[সম্পাদনা]
আনন্দময়ী কালী মন্দিরের বর্তমান মূর্তিটি কষ্টিপাথরের তৈরি। মূর্তির পায়ের নিচে একটি শ্বেতপাথরের শিব মূর্তি রয়েছে।
পূজা[সম্পাদনা]
শ্যামাপুজো এই মন্দিরের প্রধান উৎসব। প্রতিদিন ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বর্তমানে প্রধান পূজারী হলেন প্রশাম্ত ভট্টাচার্য। ভক্তরা এই মন্দিরে মানতও করেন। শ্যামাপুজো ও দূর্গা পূজা এই মন্দিরের সবথেকে বড় উৎসব। আগে দূর্গা পুজোয় অনেক ছাগবলি হত। এখন বলির সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, ফান্দাউক, ব্রাহ্মণবাড়িয়া"। cumaps.net। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮।