আদ্রিয়ানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদ্রিয়ানো
২০০৯ সালে আদ্রিয়ানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আদ্রিয়ানো লেইতে রিবেইরো
জন্ম (১৯৮২-০২-১৭)১৭ ফেব্রুয়ারি ১৯৮২
জন্ম স্থান রিউ দি জানেইরু, ব্রাজিল
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৯৭–১৯৯৯ ফ্লামেঙ্গো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০০–২০০১ ফ্লামেঙ্গো ২৪ (১০)
২০০১–২০০২ ইন্টার মিলান (১)
২০০২ফিওরেন্তিনা (ধার) ১৫ (৬)
২০০২–২০০৪ পারমা কালচো ৩৭ (২৩)
২০০৪–২০০৯ ইন্টার মিলান ১১৫ (৪৭)
২০০৮সাও পাওলো (ধার) ২৯ (১৭)
২০০৯–২০১০ ফ্লামেঙ্গো ৩২ (১৯)
২০১০–২০১১ রোমা (০)
২০১১–২০১২ করিন্থিয়ান্স (১)
২০১২ ফ্লামেঙ্গো (০)
২০১৪ আতলেতিকো পারানায়েন্সে (০)
২০১৬ মায়ামি ইউনাইটেড (০)
মোট ২৪১ (১০৭)
জাতীয় দল
১৯৯৯ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ (০)
২০০১–২০০২ ব্রাজিল অনূর্ধ্ব-২০ (৬)
২০০০–২০১০ ব্রাজিল ৪৮ (২৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আদ্রিয়ানো লেইতে রিবেইরো (পর্তুগিজ: Adriano; ১৭ ফেব্রুয়ারি ১৯৮২; আদ্রিয়ানো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। ভক্তদের কাছে লিম্পেরাতোরে ডাকনামে পরিচিত আদ্রিয়ানো তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ইন্টার মিলান এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

১৯৯৭–৯৮ মৌসুমে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আদ্রিয়ানো ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ২০০০–০১ মৌসুমে, ব্রাজিলীয় ক্লাব ফ্লামেঙ্গোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি দুই মৌসুম অতিবাহিত করেছিলেন; ফ্লামেঙ্গোর হয়ে তিনি ২৪ ম্যাচে ১০টি গোল করেছিলেন। অতঃপর ২০০১–০২ মৌসুমে তিনি প্রায় ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ক্লাব ইন্টার মিলানে যোগদান করেছিলেন। ইন্টার মিলানে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ধারে ফিওরেন্তিনার সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ১৫ ম্যাচে ৬টি গোল করেছিলেন। পরবর্তীকালে, তিনি পারমা কালচো, ইন্টার মিলান, সাও পাওলো, ফ্লামেঙ্গো, রোমা, করিন্থিয়ান্স এবং আতলেতিকো পারানায়েন্সের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০১৬ সালে, তিনি মার্কিন ক্লাব মায়ামি ইউনাইটেডে যোগদান করেছিলেন; মায়ামি ইউনাইটেডের হয়ে মাত্র এক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

১৯৯৯ সালে, আদ্রিয়ানো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০০ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি সর্বমোট ৪৮ ম্যাচে ২৭টি গোল করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আদ্রিয়ানো লেইতে রিবেইরো ১৯৮২ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে ব্রাজিলের রিউ দি জানেইরুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

আদ্রিয়ানো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ এবং ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০০০ সালের ১৫ই নভেম্বর তারিখে, ১৮ বছর, ৮ মাস ও ২৯ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আদ্রিয়ানো কলম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০০২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছিলেন।[৪] উক্ত ম্যাচের ৭৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ফ্রান্সার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি ব্রাজিল ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে আদ্রিয়ানো মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০০০
২০০৩
২০০৪ ১১
২০০৫ ১২ ১০
২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১০
সর্বমোট ৪৮ ২৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vickery, Tim (মার্চ ২১, ২০১১)। "Adriano struggling to find suitors after Roma departure" (পর্তুগিজ ভাষায়)। BBC। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০০৯ 
  2. Vickery, Tim। "Adriano struggling to find suitors after Roma departure"bbc.co.uk। BBC। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৭, ২০১৫ 
  3. "Adriano imperatore in giallorosso "Roma come Rio, vinceremo insieme""Corriere della Sera (ইতালীয় ভাষায়)। জুন ৯, ২০১০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০১৫ 
  4. "Brazil - Colombia 1:0 (WC Qualifiers South America 2000/2001, Final round)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  5. "Brazil - Colombia, Nov 15, 2000 - World Cup qualification South America - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  6. Strack-Zimmermann, Benjamin (১৫ নভেম্বর ২০০০)। "Brazil vs. Colombia (1:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]